আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন

এক’শ মোস্তাফিজ ভাই চাই

এক’শ মোস্তাফিজ ভাই চাই

-মোস্তাফিজুর রহমান চৌধুরী

তোমরা যারা যারা নিজের আপন জন মনে করে আমাকে মোস্তাফিজ ভাই ডাকো মন খুলে, তোমাদের জন্য আরো এক’শ মোস্তাফিজ ভাই চাই!

যারা যারা মায়ের মমতা দিয়ে আগলে রাখতে ত্রুটি করে না, যারা হাজার ভুল বুঝাবুঝিকে পাত্তা দেয় না, যারা মহাভারত অশুদ্ধের পরেও ক্ষমা করতে জানে! যারা যারা পোয়েটস ক্লাবের সাথে সংশ্লিষ্ট বোনদেরকে নিজের বোন মনে করে স্নেহ মমতা ইজ্জত সম্মান প্রদর্শন করতে দ্বিধাবোধ করে না, যারা যারা নিজের মান সম্মানের চেয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাবের মান মর্যাদাকে ঊর্ধ্বে দেখে, তাজুল ইসলাম বাঙালি, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, খন্দকার মোজাম্মেল হক, মহিউদ্দিন আকবর, দেলোয়ার মুহাম্মদ, শফিউল আলম সেলিম এর মতো পোয়েটস ক্লাবকে ভালোবাসতে পেরেছে, ঠিক তাদের মতো এক’শ জন মোস্তাফিজ ভাই চাই বাংলাদেশ পোয়েটস ক্লাবের জন্য!

কে কে আসবে এগিয়ে? পোয়েটস ক্লাবের সাহিত্য আন্দোলনকে ধরে রাখতে? তোমাদের মোস্তাফিজ ভাই যেমন করে সিলেটের রাজা ম্যানসনে সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, মনিকা কটেজে দেলোয়ার মুহাম্মদ এর বাসায়, সিলেট শহীদ মিনারে ২০০১ থেকে নিয়মিত সাহিত্য আড্ডায় দেলোয়ার মুহাম্মদ, ছামির মাহমুদ, সঞ্জয়, রুহী, শান্তার সুললিত কন্ঠে উপস্থাপনা দীর্ঘদিন ব্যাপী অব্যাহত রাখা, ২০০২ এ সিলেটে বাসন্তী সাহিত্য উৎসবে দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে ২০০৪/০৫ এ রাজপথে প্রতিবাদ মিছিলে, ২০০৯ এ “স্বাধীনতার চেতনামূলে কবি লেখকের ভূমিকা” শীর্ষক জাতীয় সাহিত্য সম্মেলন আয়োজনে, ২০১০ সিলেট শহীদ মিনারে বাউল সম্রাট শাহ্ আবদুল করিম স্মরণে আলোচনা সভা ও বাউল সমাবেশ আয়োজনে অর্থ প্রতিপত্তি সাহস মেধা খাটিয়ে সফল ও সুন্দর করতে! ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত ৬/৭-এ ধানমন্ডি এডভোকেট শাহরিয়ার মমতাজ উল মূলক এর বাসায়, ২০০৩ থেকে ৬৫ বঙ্গবন্ধু এভিনিউ এ আ,স,ম আব্দুর রব এর অফিসে, ৫৩ মতিঝিলে সাংবাদিক এস এম মোরশেদ এর অফিসে ২০০৪ হতে ২০১৯ পর্যন্ত, ১৯ বঙ্গবন্ধু এভিনিউ এ কবি ড শহীদুল্লাহ আনসারীর অফিসে ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত।

২০১১ থেকে অদ্যাবধি বাংলাবাজার বিউটি বোর্ডিং এ
পোয়েটস ক্লাব এর সাহিত্য সভায় সাহিত্যের আলোয় আলোকিত করতে ক্ষুদ্র প্রয়াস। ২০১৮ তে সাহিত্য পর্যটন ভাওয়াল এ ২০১৯ এ বান্দরবান এ ডিম পাহাড় পরিভ্রমণে নিজের পকেটের টাকা ভর্তুকি দিয়ে সফল করতে!

এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কবি মুহাম্মদ আবদুল খালেক, নাহিদ রোকসানা, ড. শহীদুল্লাহ্ আনসারী, ফাতেমা ইসরাত রেখা, নজরুল ইসলাম বাঙালি, শিহাব রিফাত আলম রূপম, মাসুদা রুহী, শান্তা গুপ্তা, নিলুপা নিলু, শাহেদা পপি, আলেয়া চৌধুরী, আনোয়ারা খানম, জেসমিন আক্তার, মুস্তারী বেগম, মুর্শেদা মীরা, তাহেরা খানম, মুহসিনা খানম, হাসিনা সুলতানা, তাসলিমা বেগম, আফরোজা জেসমিন, অধরা আলো, হাসনা হেনা, নাসরীণ রীনা, ধ্রুব গৌতম, ছামির মাহমুদ, সঞ্জয় নাথ, সুমন দাস, কামাল আহমদ, মিফতা লাভলু, মামুন বাবলু, সুপ্রিয় বড়ুয়া, এসএম নজরুল, আতাউল ইসলাম সবুজ, শাহ্ কামাল সবুজ, মিয়া আসলাম প্রধান, মুজিবুর বকুল, সোহেল রশিদ, আব্দুর রশিদ, নবাব সালেহ, বাদশা সালেহ, স’লিপক সালেহ, গৌছুজ্জামান, শহীদুজ্জামান, মির্জা আশরাফ, মিজান মোহাম্মদ, ঢালী দেলোয়ার, মিনারা আজমী প্রমুখের মতো শত শত। আমি যেন দেখে যেতে পারি।

আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, খন্দকার মোজাম্মেল হক, তাজুল ইসলাম বাঙালি, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, দেলোয়ার মুহাম্মদ, মহিউদ্দিন আকবর, শফিউল আলম সেলিম এই ছয় তারকা সহ আরো যারা পোয়েটস ক্লাবের সাথে আজীবন সংশ্লিষ্ট ছিলেন তাদের বিদেহী আত্মার শক্তি সঞ্চারণ করে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

হে সুহৃদ সাহিত্য প্রেমী, সাহিত্য দরদী বন্ধু পরিজন আমার। তোমাদের মধ্যে হতে আরো এক’শ মোস্তাফিজ ভাই কে আছো হে আগামী দিনের কাণ্ডারী! পোয়েটস ক্লাবের ঝান্ডাধারী হতে এগিয়ে আসবে শীঘ্রই? আমি নিজের হাতে শেষ বয়সে তোমাদেরকে গঁড়ে তোলতে চাই! একেকজন বীর সৈনিক রূপে।

যদি আমার মহান আল্লাহ আমাকে সেই সময় সুযোগে দিয়ে, রহমত বরকত দিয়ে রাসুলুল্লাহ (সাঃ) এর খাতিরে
সাহায্য সহযোগিতা করেন। আমি আমার আত্মবিশ্বাসের শেষ ভরসা মহান আল্লাহের পবিত্র পদে হাজার হাজার সেজদা জানিয়ে প্রার্থনা করছি, আশা প্রত্যাশা করছি! তোমরা এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহর রহমত কামনা করছে বারংবার তোমাদের-ই মোস্তাফিজ ভাই।

মোস্তাফিজুর রহমান চৌধুরীঃ কবি, চেয়ারম্যান- বাংলাদেশ পোয়েটস ক্লাব।
(অনুলিখনঃ স’লিপক)