আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন «» মৌলভীবাজারে আসছেন হযরতুল আল্লামা মুফতি মোঃ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী «» বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীদিন মৃত্যু   «» শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন-  চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে সৌদি ফেরত স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন «» বগুড়ায় ঔষধ ব্যবসায়ীদের প্রতীকি ধর্মঘট পালন «» বগুড়া সান্তাহারে এক বৃদ্ধের লাশ উদ্ধার «» ক্ষমা করো মোরে «» একফোঁটা বৃষ্টির জন্যে

মানবতা স্বপ্ন সংগঠনের প্রথমবর্ষ প্রতিষ্টাবাষির্কী পালিত

স্টাফ রিপোর্টার: মানবতা স্বপ্ন সংগঠনের ১ম প্রতিষ্টাবাষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়-

গত কাল ১৪ সেপ্টেম্বর ২০২০ ইং রোজ সোমবার সন্ধা ৭ঘটিকায় ।

সামাজিক ও মানবাধিকার ব্যক্তিত্ব , সংগঠনের এডমিন জনাব শামীম আহমদ এর সভাপতিত্বে সামাজিক ব্যক্তিত্ব মো: নানু মিয়ার উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা কারী আব্দুল রাকিব ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন সামাজিক ব্যক্তিত্ব জালালাবাগ এসোসিয়েশন এর সাবেক সহ সভাপতি জনাব শেখ সামছু তালুকদার , বিশেষ অতিথি বিশিষ্ট নাট্যকার, সামাজিক ব্যক্তিত্ব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি , চ্যানেল এস এর হেড অব নিউজ জনাব খালেদ চৌধুরী , বিশেষ অতিথি সামাজিক ও মানবাধিকার ব্যক্তিত্ব , সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক জনাব আলিম উদ্দীন হালিম , বিশেষ অতিথি তওহীদুল ইসলাম সভাপতি দাবা এসোসিয়েশন মৌলভীবাজার জেলা,আরও বক্তব্য রাখেন – আব্দুল আলিম , তাজুল চৌ, তারেক আহমদ,- মিডিয়ায় ছিলেন জুবায়ের আহমদ,সংগঠনের সদস্যগণের মাঝে উপস্থিত ছিলেন- রিমন আহমদ,সাদ্দাম হোসেন,শহীদ মিয়া , লিটন আহমদ, হেলাল মিয়া,জে কে জসীম, মো কুতুব মিয়া, জাবেদ আহমদ, হোসাইন আহমদ সহ আরও অনেকে -এছাড়া ও প্রতিষ্টাবাষিকী অনুষ্ঠানে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন
মুহিত মিয়া এডমিন ও গ্রুপ ক্রিয়েটার, জুয়েল আহমদ এডমিন, সাদিকুর রহমান এডমিন, রমজান আলী এডমিন,আব্দুল মালিক এডমিন, হাসিদ মিয়া এডমিন,ফয়সল ইসলাম এডমিন ও জাকারিয়া আহমদ এডমিন।আয়োজক গন বলেছেন তারা গত এক বছরে শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, শহীদ মিনার নির্মাণ, খাদ্য সামগ্রী বিতরন সহ অন্যান্য কল্যাণমূলক কাজ করে যাবেন ।