আজ-  ,


সময় শিরোনাম:
«» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত «» জুড়ীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু «» জুড়ীতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে যুব ফোরামের সভা অনুষ্ঠিত «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

সান্তাহার পৌরসভার বাজেট অধিবেশন ২০২০-২১।

মশিউর রহমান, আদমদীঘি প্রতিনিধিঃ
সোমবার বেলা ১২টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের জন্য মোট ২৫ কোটি ৫০ লাখ ৫শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে এবং বাজেটে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৭২৫ টাকা রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে। বাজেট ঘোষণা করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। প্রস্তাবিত বাজেটে ১২ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব খাতে ব্যায় এবং ১৩ কোটি ২৫ লাখ ৫শত টাকা উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ প্রাপ্তি বাজেট ঘোষনা করা হয়েছে।
এই বাজেট অধিবেশনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যালেন মেয়র মজিবর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রতনা, জাহানারা বেগম, পৌর কর্মচারী তুহিন ইসলাম প্রমূখ। মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তাঁর বক্ত্যেবে, বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্থরের নাগরিকের সহযোগীতা কামনা করেন।