আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন «» মৌলভীবাজারে আসছেন হযরতুল আল্লামা মুফতি মোঃ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী «» বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীদিন মৃত্যু   «» শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন-  চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে সৌদি ফেরত স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন «» বগুড়ায় ঔষধ ব্যবসায়ীদের প্রতীকি ধর্মঘট পালন «» বগুড়া সান্তাহারে এক বৃদ্ধের লাশ উদ্ধার «» ক্ষমা করো মোরে «» একফোঁটা বৃষ্টির জন্যে

কমলগঞ্জে চা বাগান লেকে সাঁতার কাটতে গিয়ে চা শ্রমিক সন্তানের মৃত্যু

রাকেল আনছারী, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : সরকারী মালিকানাধীন কমলগঞ্জের কুরমা চা বাগানের লেকে সাঁতার কাটতে গিয়ে সচীন নায়েক (১৬) নামের এক চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জুন) বিকাল ৬টায় কুরমা চা বাগানের ১২ নম্বর সেকশনের লেক থেকে নিহতের মরদেহ উদ্ধার  করা হয়।নিহত সচীন কুরমা চা বাগানের বড় লাইন এলাকার মুক্তিযোদ্ধা মোকেশ নায়েকের ছেলে।চা শ্রমিকরা জানান, সোমবার বিকালে তিন বন্ধু মিলে চা বাগানের ১২ নম্বর সেকশনের লেকে সাঁতার কাটতে যায় সচীন। এক পর্যায়ে দুই বন্ধু সাঁতার কেটে উপরে উঠে আসলেও লেকের পানিতে তলিয়ে যায় সচীন। পরে স্থানীয়রা মিলে তাকে উদ্ধারে পানিতে নামেন। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়রা উদ্ধার অভিযানকালে সোমবার সন্ধার পর তার লাশ পানিতে ভেসে উঠে। পরে চা বাগানের লোকজনের সহযোগিতায় স্থানীয় উদ্ধারকারীরা নিহতের মরদেহ পানি থেকে তুলেন।কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের উদ্ধারকারী টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির বলেন, ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।সোমবার রাত সাড়ে ৯টায় আলাপকালে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করবে। পারিবারিকভাবে কোন অভিযোগ করা না হলে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নিহতের মরদেহ শেষ কৃত্যের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।