আজ-  ,


সময় শিরোনাম:
«» কোন বিচারক পাবলিক কোন স্টেটমেন্ট দিতে পারবেন না- মৌলভীবাজারে নাগরিক সম্বর্ধনায় প্রধান বিচারপতি «» আবুল হোসেন রাজনগর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত «» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয়

শ্রীমঙ্গলে দেশের সর্ববৃহৎ রাবার কাঠ প্রেসার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন 

শ্রীমঙ্গল থেকে মু রিমন ইসলাম

সিলেটের জীবন চক্র হারানো রাবার গাছ গুলোকে জ্বালানী কাঠ হিসেবে ব্যবহার না করে আসবাবপত্রে ব্যবহারী কাঠে রুপান্তরিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থাপনকৃত দেশের সর্ববৃহৎ রাবার কাঠ পেসার ট্রিটমেন্ট প্লান্ট এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) শ্রীমঙ্গলের ইছবপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্লান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি । এসময় উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রনালয়ের সচিব ইসতিয়াক আহমেদ এর সভাপতিতে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এসময় স্বাগত বক্তব্য রাখেন বিএফআইডিসি এর অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদির। এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের এমপি সৈয়দা সায়েরা মহসীন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ। <br>
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই প্লান্ট স্থাপনের ফলে এলাকায় কর্মস্থানসৃষ্ঠিসহ কাঠ আমদানি হৃাস পাবে। এতে জাতীয় অর্থনীতি মজবুত হবে বলেও তিনি জানান। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যগ্ম সচিব মো: আব্দুল কাদির এনডিসি জানান, এ প্লাান্টে প্রথম ধাপে প্রতিমাসে ১০ হাজার সিএফটি গাছ টিটমেন্ট করা হবে পরে তা ২০ হাজার সিএফটি কাঠ সিজনিং করা হবে। যার থেকে প্রতি মাসে আয় হবে আড়াই কোটি টাকা। এটি একদিকে যেমন দেশের বনায়ন উজার বন্ধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে অন্যদিকে অর্থনৈতিক ভাবে রাবার বাগানগুলোকেও করবে লাভবান।
বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও পরিচালক বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বোরহান উদ্দিন ভূইয়া, জানান বনশিল্প উন্নয়ন কর্পোরেশন জানায় সিলেট জোনে, সরকারী ৪টি রাবার বাগানে এই মুহুতে ৭ লক্ষ জীবন চক্র হারানো রাবার গাছ রয়েছে। যার বর্তমান বাজার মুল্য ১৯ কোটি টাকা আর টিটমেন্টের পর তার মুল্য হবে ৩০০ কোটি টাকার উপরে।
রাবার প্লান্ট প্রেশার টিটমেন্ট শ্রীমঙ্গল প্রকল্প ব্যবস্থাপক মো. তাহিদুল ইসলাম জানান, বর্তমানে প্রতি সিএফটি কাঠের মুল্য জ্বালানী কাঠের হিসাবে ২৫ থেকে ৩০ টাকা এবং সিজনিং এর পর তার মুল্য হবে ১২ শ’ টাকা থেকে ১৫শ’ টাকা