আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

বিপিএলে প্রথমবারের মতো সাকিবের ৫ উইকেটে

দীপ্ত ক্রীড়া প্রতিবেদক: পরিসংখ্যান তাকে বিপিএলের ইতিহাসের সেরা বোলার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো ম্যাচে এতদিন ৫ উইকেট নেয়ার স্বাদ পাননি সাকিব আল হাসান। মঙ্গলবার সেই আক্ষেপ দূর করলেন সাকিব। রংপুর রাইডার্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্য উপহার দিয়ে ৫ উইকেট দখল করেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক। বিপিএলের পঞ্চম বাংলাদেশি এবং সবমিলিয়ে নবম বোলার হিসেবে এই কীর্তি গড়েন সাকিব।
মিরপুরের হোম অব ক্রিকেটে ঢাকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৭১ রান তোলে ফেলে রংপুর। তবে এরপর সাকিবের বোলিংয়ের তোপের মুখে পড়ে ১৯.৫ ওভারে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস।
নিজের ব্যক্তিগত প্রথম ওভারে কোনো রান দেননি সাকিব। দলীয় ১১তম এবং ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলে শাহরিয়ার নাফীসকে ক্যাচ আউটের শিকার বানিয়ে খাতা খোলেন ঢাকার অধিনায়ক। ১৪তম ওভারে আক্রমণে এসে মোহাম্মদ মিঠুনকে আউট করেন সাকিব। সাকিবের ব্যক্তিগত তৃতীয় ওভারের ষষ্ঠ বলে মোসাদ্দেককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিঠুন।
তবে সাকিব যেন নিজের সেরাটা জমিয়ে রেখেছেন শেষ ওভারের জন্য। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে বোপারা রানআউট হয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় বলে পোলার্ডকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জিয়াউর রহমান। তৃতীয় বলে উইকেটের দেখা পাননি সাকিব। চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে সোহাগ গাজী ও রুবেল হোসেনকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন সাকিব।
সবমিলিয়ে ৩.৫ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। চলতি আসরে দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট নেন সাকিব। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বোলার হাসান আলি ঢাকার বিপক্ষে ২০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরে মোহাম্মদ সামি প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেন। এরপর কেভন কুপার, আফিফ হোসেন, থিসারা পেরেরা, তাসকিন আহমেদ, আবুল হাসান ও আল-আমিন হোসেন নেন ৫ উইকেট।