আজ-  ,


সময় শিরোনাম:
«» পশ্চিমবঙ্গ মালদা গাঙচিলের উদ্যোগে বিশ্বকবির জন্মদিন পালন «» জুড়ী উপজেলায় কিশোর রায় চৌধুরী মনি চেয়ারম্যান নির্বাচিত «» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জীবন সায়াহ্নে একদিন

জীবন সায়াহ্নে একদিন
-শেখ ইমদাদুল হক

পশ্চিম আকাশটা আজ ছেয়ে গেছে আবীরের রঙে
ক্লান্তিতে ছেয়ে গেছে চারদিক
দিবালোকের দিব্য বিদায় হবে; তার-ই হাতছানি।
দূর্দান্ত দিনের সোনালী আলোটা ঢেকে যাবে
গাঁঢ়ো কৃষ্ণকালো আঁধারে
এভাবেই বুঝি একটি সোনালী দিনের অবসান ঘটে
এই জীবন নদীর তটে।
সোনালী সম্ভাবনার কি রঙিন দিন অথচ
আঁধারের কালিমা লেপে হয় তার অবসান
কতো ছিল তার সম্ভাবনার আলো
আবীরের আভা তা ম্লান করে দেয়…
জীবনের রঙ আজ বিবর্ণ ফ্যাকাশে হয়ে আসছে
রঙিন আলোটা আজ বুঝি আবীরের ন্যায়
জীবন সন্ধ্যার শেষ সীমানায়
ক্রমাগতই ক্লান্তি নেমে আসছে…
কখন আঁধার নামবে অপেক্ষার সেই ক্ষণ।
থেমে যাবে রঙ থেমে যাবে ঢং নিভে যাবে আলো
কি ক্লান্ত রঙ ছড়ানো ক্লান্ত আবীর
কি মায়াময় সাঝের বেলা
আপনালয়ে আর কিছু থাকে না আপন
শুধু শুনি বিদায়ের করুণ সুর বাজে বিদায়ের পদধ্বনি।
এভাবেই বিলীন হয়ে যায় সবকিছু
সোনালী সকাল রাতের আঁধারের মতো
দূর্দান্ত দিন আর দূর্দান্ত থাকে না বহমান এই পৃথিবীতে
এই তো আলো আঁধারের খেলা খেলতে খেলতে
কখন যে কেটে যায় বেলা।
সেদিন বাজবে না আর প্রভাত ফেরীর বাশি
লুটিয়ে যাবে ধুলায় হাসি।
চারিদিকে শুধু আবীরের সঙে সন্ধ্যার আগমন
আসবে সেই অপ্রত্যাশিত ক্ষণ
জীবন সায়াহ্নে একদিন সে অন্য জীবন।
যেখানে শুধু ধু ধু আঁধারের খেলা…
১৮/০৩/২০২৪ইং