আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন «» মৌলভীবাজারে আসছেন হযরতুল আল্লামা মুফতি মোঃ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী «» বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীদিন মৃত্যু   «» শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন-  চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে সৌদি ফেরত স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন «» বগুড়ায় ঔষধ ব্যবসায়ীদের প্রতীকি ধর্মঘট পালন «» বগুড়া সান্তাহারে এক বৃদ্ধের লাশ উদ্ধার «» ক্ষমা করো মোরে «» একফোঁটা বৃষ্টির জন্যে

অবশেষে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারের আশ^স্থ পেয়ে আতংক কাটল সুফি মিয়ার


অবশেষে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারের আশ^স্থ পেয়ে আতংক কাটল সুফি মিয়ার। জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ গ্রামের আনফর আলীর ছেলে সুফি মিয়ার বাড়িতে গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে ছাতক থানার সার্কেল বেলালের নেতৃত্বে ৮/১০ জন পুলিশ সুফি মিয়ার বাড়ির বসত ঘর ও অন্যান্য ঘর সহ তল্লাশি করেন। তল্লাশিকালে বাড়ির লোকজন সার্কেল বেলালকে প্রশ্ন করলে সার্কেল বেলাল তল্লাশির বিষয়ে কোনকিছু বলতে রাজি হননি। বেশ কিছু সময় তল্লাশির পর সার্কেল বেলাল সুফি মিয়ার বাড়ি ত্যাগ করেন। এরপর থেকে সুফি মিয়া সহ বাড়ির লোকজনদের পুলিশ আতংকে দিন কাটছে। ফলে ঘটনার কয়েকদিন পর সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানকে বাড়ি তল্লাশির বিষয়ে একজন সংবাদকর্মী জিজ্ঞাস করিলে পুলিশ সুপার মিজান বলেন, সুফি মিয়াকে পুলিশ সুপারের নিকট যাওয়ার জন্য তাই এই আশ^স্থ পেয়ে সুফি মিয়া গত ২০ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে সুফি মিয়া পুলিশ সুপারের নিকট দেখা করেন। পুলিশ সুপার সুফি মিয়ার বাড়িতে ছাতক থানার সার্কেল বেলালের তল্লাশির বিষয়ে জানান, সুফি মিয়া এতে করে পুলিশ সুপার সুফি মিয়াকে আশ^স্থ করলে আপনার বাড়িতে এভাবে কোন দিন পুলিশ যাবে না। আমি যতদিন সুনামগঞ্জ পুলিশ সুপার হিসেবে আছি আর কোন তল্লাশি হবে না। পুলিশ যাওয়ায় আপনি পুলিশের কাছে বিশ^স্থ হয়েছেন। তিনি আরো বলেন, পুলিশ যে কোন মানুষ তথ্য দিতে পারে। তথ্যমতো পুলিশ যাবেই, তাতে তথ্য মিস হতেই পারে। কারন একশ্রেণির কিছু মানুষ স্বার্থ হাসিলের জন্য পুলিশকে অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দেয়। তাই যা হওয়ার হয়েছে, নির্দিধায় চলাফেরা করেন। বরং পুলিশের নজরদারি থাকবে আপনার দিকে। এদিকে পুলিশ সুপারের এই আশ^স্থ পেয়ে সুফি মিয়া জানিয়েছেন, তিনির জানামতো কোন শত্রু নেই। হঠাৎ করে তাহার বাড়িতে এভাবে ছাতক থানার সার্কেল ভূয়া তথ্য পেয়ে বাড়িতে তল্লাশি করায় প্রাথমিক ভাবে মর্মাহত হয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে পুলিশ সুপারের এ আশ^স্থে সুফি মিয়া পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান। এর পাশাপাশি সুফি মিয়া একটি ফেসবুকে তার ব্যবসা-বাণিজ্য নিয়ে ভূয়া মিথ্যা বানোয়াট কথাবার্তা লিখে পোস্ট করায় তীব্র নিন্দা জানান।