আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন

শ্রমিক নেতা মো: ইকবাল হোসেন রিপন হত্যায় এজাহারনামীয় সেবুল হাসান (৩৮) গ্রেফতার ঃ

গত ১৯/০৭/২০২০খ্রি: তারিখ জনাব মোঃ সোহেল রেজা-পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট এর সার্বিক দিকনির্দেশনায় দক্ষিণ সুরমা থানার একটি চৌকশ পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করিয়া শ্রমিক নেতা মো: ইকবাল হোসেন রিপন হত্যা মামলার এজাহারনামীয় ৬নং আসামী সেবুল হাসান (৩৮) পিতা- লিলু মিয়া, সাং- গাঙ্গু (স্কুলের পিছনের বাড়ী), বরইকান্দি ১নং রোড, থানা-দক্ষিণ সুরমা, জেলা- সিলেট কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হানিফ বাস কাউন্টারের সামনে থেকে ঢাকা পালিয়ে যাওয়ার কালে গ্রেফতার করেন।

উল্লেখ্য যে গত ১০/০৭/২০২০ তারিখ রাত অনুমান ১০.০৫ ঘটিকায় দক্ষিণ সুরমা থানার ভাবনা পয়েন্টে ভাবনা রেষ্টুরেন্টের সামনে পূর্ব পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে সিলেট বিভাগীয় ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন রিপন’কে কুপিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গীয় বাবলা তালুকদারকে কুপালে তিনি দৌড়ে প্রাণ রক্ষা করেন। দুষ্কৃতিকারীগন ঘটনা ঘটিয়ে ঈঘএ অটো রিক্সা ও মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে আত্মগোপন করে। এই হত্যার ঘটনায় মো: ইকবাল হোসেন রিপন এর স্ত্রী ফারজানা আক্তার তমা ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তাং-১১/০৭/২০২০খ্রি:, রুজু করা হয়। ইতোমধ্যে উক্ত ঘটনায় ০৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ধৃত সেবুল হাসানকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন আখতার হোসেন, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।