আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

মুন্সিবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোচিং ফি, ফরম পূরণ সংক্রান্ত কাজে শিক্ষকদের শিক্ষা বোর্ডে যাতায়াত, বিদ্যালয়ের বিদ্যুৎ বিল, মডেল টেস্ট, উন্নয়ন, অনলাইনে ফরম পূরণের খরচসহ বিবিধ খাতে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৭-৮ শত  টাকা আদায় করা হচ্ছে। এ ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনাও মানা হচ্ছে না, কোনো প্রকার রিসিটও দেওয়া হচ্ছে না। যে সকল শিক্ষার্থীরা তাদের চাহিদা মত টাকা দিতে পারেনা তাদের সাথে খারাপ আচরণ করেন কেরানী রাজিব দাশ।ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান,  ফরম পূরণের টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন কিংবা কোচিং ক্লাসসহ বিভিন্ন  খাতে মোটা অঙ্কের টাকা ধরা হয়েছে। বিদ্যালয়ের কেরানী রাজিব দাশ  খারাপ আচরণের কথা অস্বীকার বলেন,  আমি প্রধান শিক্ষকের নির্দেশে  ২৭০০ টাকা করে নিচ্ছি।  আমি টাকা জমা রাখার মালিক এসব প্রধান শিক্ষক জানেন। কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার  পাল নান্টু বলেন,  আমরা সাইন্সে ১৯৯০ টাকা ও আর্সে ১৯০০ টাকা করে নিচ্ছি। যে সকল শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হবে।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে  তিনি তা রিসিভ করেন নাই।