আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

মহামতি কমরেড লেনিনের ১৫৫-তম জন্মদিন উপলক্ষে

প্রেসবিঞ্জপ্তি তারিখ
ঃ ২৩/০৪/২০২৪
মহামতি কমরেড লেনিনের ১৫৫-তম
জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার
এনডিএফ’র আলোচনা সভা

শ্রমিক শ্রেণির মহান শিক্ষাগুরু মহামতি কমরেড লেনিনের ১৫৫-তম জন্মদিন
‘লেনিন দিবস’ উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার
জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল সন্ধ্যায়
শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা এনডিএফ সভাপতি ডা. আব্দুশ শহীদ
সাগ্নিকের সভাপতিত্বে ‘সাম্রাজ্যবাদ ও সর্বহারা বিপ্লবের যুগে লেনিনের
অবদান ও সমসাময়িক বিশ্ব পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ
নুরুল মোহাইমীন, এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক
রজত বিশ্বাস, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির
সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক
ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক
ইউনিয়নের সভাপতি মোঃ সুহেল মিয়া, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা
কমিটির যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা, শ্রীমঙ্গল উপজেলা স’মিল
শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মতিউর রহমান, শ্রমিকনেতা মোঃ জসিম
উদ্দিন ও রফিকুল ইসলাম রাজিব। আলোচনা সভায় বক্তারা বলেন মার্কস-এঙ্গেলসের
যোগ্য উত্তরসূরী হিসেবে কমরেড লেনিন ১৯১৭ সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক
বিপ্লব সম্পন্ন করে মার্কসবাদকে প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত
করেন। পৃথিবীর বুকে প্রথম রাষ্ট্র হিসেবে মানুষ কতৃক মানুষকে শোষণের
অবসান করে নতুন সমাজ ব্যবস্থা কায়েম করেন। ১৯১৭ সাল থেকে কমরেড
স্ট্যালিনের মৃত্যুর পূর্ব পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর অন্যতম
শ্রেষ্ঠ অর্থনীতি, শিল্প, সাহিত্য-সংস্কৃতির পীঠস্থান। ১৯৫৩ সালে কমরেড
স্ট্যালিনের মৃত্যুর পর সংশোধনবাদী ক্রুশ্চেভ চক্র সোয়িয়েত ইউনিয়নের পার্টি ও
রাষ্ট্র ক্ষমতা দখল করে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতন ঘটায়; ১৯৯০-
৯১ সালে যার উলঙ্গ প্রকাশ ঘটে। কমরেড লেনিন ১৮৭০ সালের ২২ এপ্রিল
রাশিয়ায় জন্ম গ্রহণ করেন এবং ১৯২৪ সালের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
এবছর কমরেড লেনিনের মৃত্যু শতবর্ষ হওয়ায় লেনিন দিবস বিশেষ তাৎপর্য বহন
করে। এমন সময় লেনিন দিবস পালিত হচ্ছে যখন পুঁজিবাদের অসম বিকাশের
নিয়ম অনুযায়ী পুঁজি ও শক্তির অনুপাত পরিবর্তিত হওয়ায় বাজার ও প্রভাব বলয়
পুনর্বণ্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ সংগঠিত হচ্ছে। এ প্রেক্ষিতে
মুদ্রাযুদ্ধ, বাণিজ্যযুদ্ধ ও স্থানিক এবং আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায়
সাম্রাজ্যবাদী যুদ্ধ বিস্তৃত হয়ে পারমানবিক অস্ত্রের ব্যবহারসহ তৃতীয়
বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি পেয়ে চলছে। এই প্রেক্ষাপটে ইউক্রেনকে কেন্দ্র করে
চলছে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ-যার একদিকে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের
সাম্রাজ্যবাদীরা তথা ন্যাটো অন্যদিকে রয়েছে সাম্রাজ্যবাদী রাশিয়া ও চীন।
আন্ত্রঃসাম্রাজ্যবাদী যুদ্ধের আরেকটি ক্ষেত্র হতে যাচ্ছে দক্ষিণ চীন সাগর ও

তাইওয়ানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ। এই সময়
প্যালেস্টাইনকে কেন্দ্র করে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের এবং তাদের মদতপুষ্ট
ইসরায়েলের আগ্রাসন, দখল এবং ধারাবাহিক হত্যাযজ্ঞ ও বর্বর গণহত্যা সমগ্র
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার বিপদের মধ্যে ফেলেছে। আর্ন্তজাতিক
পরিস্তিতির প্রভাব পড়ছে বাংলাদেশসহ এতদ্বাঞ্চলে। নয়াউপনিবেশিক-
আধাসামন্তবাদী বাংলাদেশের ভ‚রাজনৈতিক ও রণনীতি গুরুত্বের প্রেক্ষিতে
মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের সাথে সাম্রাজ্যবাদী চীন ও
রাশিয়ার আধিপত্য, প্রতিযোগিতা-প্রতিদ্ব›িদ্বতা তীব্রতর হয়ে চলেছে।
এতদ্বঞ্চলের প্রধান আঞ্চলিক শক্তি নয়াউপনিবেশিক-আধাসামন্তবাদী ভারতের
গুরুত্বের প্রেক্ষিতে সাম্রাজ্যবাদীরা ভারতকে নিজ নিজ পক্ষে কাজে লাগাতে
তৎপর। ভারত সরকার স্বীয় লক্ষ্যে বাংলাদেশে তার অবস্থান জোরদার করতে তৎপর। এর
প্রতিফলন ঘটে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচনকে
কেন্দ্র করে সাম্রাজ্যবাদী উভয় পক্ষ এদেশকে স্ব স্ব পক্ষে যুদ্ধে সম্পৃক্ত করার লক্ষ্যে
চুক্তিবদ্ধ করার ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। এপ্রেক্ষিতে ক্ষমতায় থাকা ও ক্ষমত্ধাসঢ়;য় যাওয়া
নিয়ে দালাল শাসক-শোষক গোষ্ঠির মধ্যকার দ্ব›দ্বকে কাজে লাগিয়ে
সাম্রাজ্যবাদী প্রভুরা যুদ্ধে জড়ানোর অপকৌশলে লিপ্ত। প্রতিবেশি মিয়ানমারে
সাম্রাজ্যবাদীদের পরিকল্পনায় গৃহযুদ্ধময় পরিস্থিতি বাংলাদেশের সংকটময়
পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সাম্রাজ্যবাদ-সামন্তবাদ, আমলা-দালাল
পুঁজির নির্মম শোষণ-লুণ্ঠন এবং তাদের স্বার্থরক্ষাকারী সরকারের নির্মম
শাসনে শ্রমিক-কৃষক জনগণের জীবন আজ আরো দুর্বিষহ ও বিপর্যস্থ হয়ে
পড়েছে। মুদ্রাস্ফীতি-মূল্যস্ফীতি এবং সরকারের মদদে মুৎসুদ্দি পুঁজিপতিরা
অস্বাভাবিকভাবে চাল-ডাল, তেল-লবন, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের
লাগামহীন উর্দ্ধগতি শ্রমিক-কৃষক, মেহনতি জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি
পেয়ে জীবন জীবিকা আরো সংকটগ্রস্থ ও অনিশ্চিত হয়ে পড়েছে। দেশের
শ্রমিক-কৃষক, মেহনতি জনগণ এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি চায়। তাই
মহামতি লেনিনের শিক্ষা নিয়ে এদেশ থেকে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ, আমলা-
দালাল মুৎসুদ্দি পুঁজি উচ্ছেদ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক-
কৃষকের মৈত্রীর ভিত্তিতে গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শ্রমিক রাজ,
কৃষক রাজ প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রসর করতে হবে।
প্রেসবিঞ্জপ্তি তারিখ
ঃ ২৩/০৪/২০২৪
মহামতি কমরেড লেনিনের ১৫৫-তম
জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার
এনডিএফ’র আলোচনা সভা

শ্রমিক শ্রেণির মহান শিক্ষাগুরু মহামতি কমরেড লেনিনের ১৫৫-তম জন্মদিন
‘লেনিন দিবস’ উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার
জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল সন্ধ্যায়
শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা এনডিএফ সভাপতি ডা. আব্দুশ শহীদ
সাগ্নিকের সভাপতিত্বে ‘সাম্রাজ্যবাদ ও সর্বহারা বিপ্লবের যুগে লেনিনের
অবদান ও সমসাময়িক বিশ্ব পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ
নুরুল মোহাইমীন, এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক
রজত বিশ্বাস, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির
সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক
ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক
ইউনিয়নের সভাপতি মোঃ সুহেল মিয়া, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা
কমিটির যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা, শ্রীমঙ্গল উপজেলা স’মিল
শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মতিউর রহমান, শ্রমিকনেতা মোঃ জসিম
উদ্দিন ও রফিকুল ইসলাম রাজিব। আলোচনা সভায় বক্তারা বলেন মার্কস-এঙ্গেলসের
যোগ্য উত্তরসূরী হিসেবে কমরেড লেনিন ১৯১৭ সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক
বিপ্লব সম্পন্ন করে মার্কসবাদকে প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত
করেন। পৃথিবীর বুকে প্রথম রাষ্ট্র হিসেবে মানুষ কতৃক মানুষকে শোষণের
অবসান করে নতুন সমাজ ব্যবস্থা কায়েম করেন। ১৯১৭ সাল থেকে কমরেড
স্ট্যালিনের মৃত্যুর পূর্ব পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর অন্যতম
শ্রেষ্ঠ অর্থনীতি, শিল্প, সাহিত্য-সংস্কৃতির পীঠস্থান। ১৯৫৩ সালে কমরেড
স্ট্যালিনের মৃত্যুর পর সংশোধনবাদী ক্রুশ্চেভ চক্র সোয়িয়েত ইউনিয়নের পার্টি ও
রাষ্ট্র ক্ষমতা দখল করে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতন ঘটায়; ১৯৯০-
৯১ সালে যার উলঙ্গ প্রকাশ ঘটে। কমরেড লেনিন ১৮৭০ সালের ২২ এপ্রিল
রাশিয়ায় জন্ম গ্রহণ করেন এবং ১৯২৪ সালের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
এবছর কমরেড লেনিনের মৃত্যু শতবর্ষ হওয়ায় লেনিন দিবস বিশেষ তাৎপর্য বহন
করে। এমন সময় লেনিন দিবস পালিত হচ্ছে যখন পুঁজিবাদের অসম বিকাশের
নিয়ম অনুযায়ী পুঁজি ও শক্তির অনুপাত পরিবর্তিত হওয়ায় বাজার ও প্রভাব বলয়
পুনর্বণ্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ সংগঠিত হচ্ছে। এ প্রেক্ষিতে
মুদ্রাযুদ্ধ, বাণিজ্যযুদ্ধ ও স্থানিক এবং আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায়
সাম্রাজ্যবাদী যুদ্ধ বিস্তৃত হয়ে পারমানবিক অস্ত্রের ব্যবহারসহ তৃতীয়
বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি পেয়ে চলছে। এই প্রেক্ষাপটে ইউক্রেনকে কেন্দ্র করে
চলছে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ-যার একদিকে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের
সাম্রাজ্যবাদীরা তথা ন্যাটো অন্যদিকে রয়েছে সাম্রাজ্যবাদী রাশিয়া ও চীন।
আন্ত্রঃসাম্রাজ্যবাদী যুদ্ধের আরেকটি ক্ষেত্র হতে যাচ্ছে দক্ষিণ চীন সাগর ও

তাইওয়ানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ। এই সময়
প্যালেস্টাইনকে কেন্দ্র করে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের এবং তাদের মদতপুষ্ট
ইসরায়েলের আগ্রাসন, দখল এবং ধারাবাহিক হত্যাযজ্ঞ ও বর্বর গণহত্যা সমগ্র
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার বিপদের মধ্যে ফেলেছে। আর্ন্তজাতিক
পরিস্তিতির প্রভাব পড়ছে বাংলাদেশসহ এতদ্বাঞ্চলে। নয়াউপনিবেশিক-
আধাসামন্তবাদী বাংলাদেশের ভ‚রাজনৈতিক ও রণনীতি গুরুত্বের প্রেক্ষিতে
মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের সাথে সাম্রাজ্যবাদী চীন ও
রাশিয়ার আধিপত্য, প্রতিযোগিতা-প্রতিদ্ব›িদ্বতা তীব্রতর হয়ে চলেছে।
এতদ্বঞ্চলের প্রধান আঞ্চলিক শক্তি নয়াউপনিবেশিক-আধাসামন্তবাদী ভারতের
গুরুত্বের প্রেক্ষিতে সাম্রাজ্যবাদীরা ভারতকে নিজ নিজ পক্ষে কাজে লাগাতে
তৎপর। ভারত সরকার স্বীয় লক্ষ্যে বাংলাদেশে তার অবস্থান জোরদার করতে তৎপর। এর
প্রতিফলন ঘটে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচনকে
কেন্দ্র করে সাম্রাজ্যবাদী উভয় পক্ষ এদেশকে স্ব স্ব পক্ষে যুদ্ধে সম্পৃক্ত করার লক্ষ্যে
চুক্তিবদ্ধ করার ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। এপ্রেক্ষিতে ক্ষমতায় থাকা ও ক্ষমত্ধাসঢ়;য় যাওয়া
নিয়ে দালাল শাসক-শোষক গোষ্ঠির মধ্যকার দ্ব›দ্বকে কাজে লাগিয়ে
সাম্রাজ্যবাদী প্রভুরা যুদ্ধে জড়ানোর অপকৌশলে লিপ্ত। প্রতিবেশি মিয়ানমারে
সাম্রাজ্যবাদীদের পরিকল্পনায় গৃহযুদ্ধময় পরিস্থিতি বাংলাদেশের সংকটময়
পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সাম্রাজ্যবাদ-সামন্তবাদ, আমলা-দালাল
পুঁজির নির্মম শোষণ-লুণ্ঠন এবং তাদের স্বার্থরক্ষাকারী সরকারের নির্মম
শাসনে শ্রমিক-কৃষক জনগণের জীবন আজ আরো দুর্বিষহ ও বিপর্যস্থ হয়ে
পড়েছে। মুদ্রাস্ফীতি-মূল্যস্ফীতি এবং সরকারের মদদে মুৎসুদ্দি পুঁজিপতিরা
অস্বাভাবিকভাবে চাল-ডাল, তেল-লবন, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের
লাগামহীন উর্দ্ধগতি শ্রমিক-কৃষক, মেহনতি জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি
পেয়ে জীবন জীবিকা আরো সংকটগ্রস্থ ও অনিশ্চিত হয়ে পড়েছে। দেশের
শ্রমিক-কৃষক, মেহনতি জনগণ এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি চায়। তাই
মহামতি লেনিনের শিক্ষা নিয়ে এদেশ থেকে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ, আমলা-
দালাল মুৎসুদ্দি পুঁজি উচ্ছেদ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক-
কৃষকের মৈত্রীর ভিত্তিতে গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শ্রমিক রাজ,
কৃষক রাজ প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রসর করতে হবে।