আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ টি বসতবাড়ি পুড়ে ছাই


## শিমুল হাসান,, ( নওগাঁ) প্রতিনিধি :ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের তিনটি বসত-বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মান্দা উপজেলার কুসুম্বা সদর  ইউনিয়নের হাজী পাড়া গ্রামের ছহির ছেলে সেলিম,মৃত কলিম উদ্দিন এর ছেলে রমজান আলী, মৃত মালাই উদ্দিনের ছেলে বাবু, মিঠুন, মাজেদ ও রমজান আলীর ছেলে রশিদের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।ভুক্তভোগী ও  স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের মাঠে যান এবং ফিরে  বাড়িতে এসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি টের পান। মুহুর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ধান-চাল,টাকা-পয়সা, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, ভিজিডি কার্ড, স্বর্ণালঙ্কার, স্কুল পড়ুয়া মেয়ের নতুন স্কুল ড্রেস,স্কুল ব্যাগ, বই-পুস্তুক, এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সমুদয় মালামাল পুড়ে যায়। এতে অন্তত প্রায় ৯ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও দাবি করেন তারা। বর্তমানে পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই তাদের! থাকা এবং খাওয়ার মত কোন পরিস্থিতিও নেই তাদের । এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন তারা । স্থানীয়রা জানান,মঙ্গলবার  দুপুর সাড়ে ১২ টার দিকে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন বলে জানান সাব- অফিসার নুরুন্নবী। উল্লেখ্য মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে, আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু খাবার সামগ্রী তুলে দেন।