আজ-  ,


সময় শিরোনাম:

ভারতে আলোর দিশারী হযরত মুহাম্মদ স. গ্রন্থের মোড়ক উন্মোচন

খান আখতার হোসেন:

ভারতে “আলোর দিশারী হযরত মুহাম্মদ স.” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) ভারতের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট আয়োজিত বার্ষিক মিলন উৎসব মঞ্চে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কবি ও সমাজসেবী এম. সাহাউদ্দিন পিয়াদা রচিত ও গাঙচিল প্রকাশিত কাব্যগ্রন্থ “আলোর দিশারী হযরত মুহাম্মদ স.” গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

উৎসবে উপস্থিত ছিলেন গবেষক আইয়ুব হোসেন, ডক্টর রমজান আলী, বাংলার রেনেসাঁ সম্পাদক আজিজুল হক, বাংলাদেশের কবি ও গাঙচিলের আজীবন সদস্য এম এ আলিম, কবি রাফিয়া সুলতানা, সমাজসেবী আব্দুল আলিম, সামজিদা খাতুন, কবি শামসুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সহ ভারত ও বাংলাদেশের প্রায় শতাধিক কবি সাহিত্যিক, গবেষকগণ। সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ট্রাস্টের সম্পাদক এম. রুহুল আমিন রুহুল আমিন।

মিলন উৎসবে বাংলার রেনেসাঁ ঈদ সংখ্যার প্রকাশিত হয়। সেই সঙ্গে সংখ্যাটি সম্মানীয় সমস্ত কবি ও সাহিত্যিককে উপহার দেয়া হয়।
অনুলিখনঃ স’লিপক