আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

আর নয় বৃদ্ধাশ্রম-কৃষক শ্রমিক জেলে তাঁতী, পেনশন স্কিমে সবাই মাতি


মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ২২ এপ্রিল রবিবার সকাল ১১ ঘটিকায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ফিতা কেটে উদ্বোধন করেন বীর মুক্তিযুদ্ধা উপাধ্যক্ষ ড, মোঃ আব্দুর শহিদ এমপি, মাননীয় কৃষি মন্ত্রী। ১৮ থেকে ৫০ বছর বয়সিদের পেনশন স্কিম। জেলা প্রশাসক ড, উর্মী বিনতে সালাম এর সভাপতিত্বে, জেলা শিশু একাডেমির, শিশু বিষয়ক জসিম উদদীন মাসুদ এর পরিচালনায় বিশেষ অতিথি, মোহাম্মদ জিল্লুর রহমান সাংসদ সদস্য মৌলভীবাজার-৩ আসন। মোঃ মনজুর রহমান বিপিএম,
পিপিএম( বার) পুলিশ সুপার, মৌলভীবাজার। অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে প্রমুখ। কৃষক শ্রমিক জেলে তাঁতী, পেনশন স্কিমে সবাই মাতি। স্বকর্মে নিয়োজিত ১৮ থেকে ৫০ বছর বয়সি সকল বাংলাদেশি নাগরিকগন সুরক্ষা স্কিমে অংশগ্রহণ করতে পারবেন, ঘরে বসে পেনশন স্কিম। বিশেষ বিবেচনায় পঞ্চাশোধ্ব নাগরিকগনও ১০ বছরের পেনশন স্কিমে আসতে পারবেন। ৭ উপজেলা
ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও জনগন কর্মচারি কর্মকর্তাসহ জনগন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।