আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

সরদার সাকিব আহমেদ এর ২টি কবিতা

সরদার সাকিব আহমেদ এর ২টি কবিতা

বৈশাখী এক মনের পাখি

বৈশাখী এক মনের পাখি
গণনা করিয়া চরণ রাখি
যত্নে আদরে রেখেছি ঢাঁকি
এলো আবার এলো বৈশাখী।

দিক বেদিকে ছুটে চলি
ক্ষ্যান্ত হয়ে একটু বলি
শান্ত স্বরে দুইটি কলি
শুনাই সোহাগে মুখের বুলি
পুরাতনকে পদেদলি
নতুন বর্ষ বরণ করি
জুড়াক প্রাণ নয়নাভিরাম
লন্ডভন্ড তুলকালাম
আসলো নতুন হল প্রমাণ
পুরাতন সব গত প্রস্থান।

হৃদয় দোলে নববর্ষে
শুভ কামনারা আসুক দর্পে
ভাগুক সকল জরা ও জীর্ণে
ভাসুক সকল আনন্দ হর্সে।

আতুর ঘরে বঙ্গ নবান
বঙ্গ যে মোর মহাসম্মান
বুলিতে শত শান্তি জড়ান
গুনিয়া এলো নব মেহমান
নববর্ষ দিল রে জানান
পহেলা বৈশাখ হইলো প্রমাণ।

নব উল্লাসে হৃদয় নাচে রে
উম্মোচনে দারুন স্বজোরে
চিৎকার ওঠে প্রাণের মোচরে
স্মরণ গৌরবে বরণ রচিরে
পার হয়ে গেছে দুঃখ জ্বালা
বৈশাখী তোর ধরিয়া গলা
সুখ সমৃদ্ধিরে পড়াবো মালা
যম যাতনায় পড়ুক তালা।

++++++++++++++++

ভুলিনি তাঁকে

ভালোলাগারা কেমন জানি হয়
সেই ছোটবেলায় বৃক্ষের সারি তার
নীচদিয়ে হেঁটে যেতে যেতে
একটি বৃক্ষকে খুব ভালো লেগেছিল
তারপর ঐ পথই যেন
অনেক প্রিয় হয়ে উঠলো আমার কাছে!
কি সুন্দর ছায়া শীতল মায়ায় ভরা বরালবৃক্ষ!
নয়নাভিরাম ফলে ফলে ভরপুর হয়ে
ছেয়ে আছে গাত্রে ও পত্র পল্লবে
বারবার রাস্তা দিয়ে হেঁটে যাবার সময়
দু’দন্ড দাঁড়িয়ে দেখতুম বৃক্ষটিকে।
বৃক্ষ! হোক না
সেও তো মনে জায়গা পেলো
অনেকটা সময় পর ঐ রাস্তা দিয়ে যাই
দেখিঃ বৃক্ষটি আর নেই
তার কোন চিহ্ন যেন আর নেই
সেই ভালোলাগা প্রিয় বৃক্ষ!
তবু তেমনই মনে পড়ে
ভুলিনি তাঁকে
অবিকল আগের মতই
আজো দু’দন্ড মনে পড়ে তাকে
ভালোলাগারা এমন-ই হয় বুঝি!
হঠাৎ-ই মনে ধরে যায়
আর ভোলা যায়না তাঁকে
মনের অবস্থারা
উৎফুল্য হয় আপন চারিপাশ
হৃদয়ে সে কি আকর্ষন জাগে!
মনমুগ্ধ করে তোলে ভালোলাগা
তাঁকে বারবার দেখি
কি শান্তি জাগে!
কি ভালো লাগে!
বারবার যাই
বারবার চাই কাছে।
অথচ, কেউ রুচিই করেনি তাকে
অথবা ভালোলাগেনি এমন করে
আমার কি কপাল!
বৃক্ষ! সে তো আর নেই!
আজো অবিকল আগের মতই করে
মনে পড়ে যায়
ভুলিনি তাঁকে
১৬/০৪/২০২৪ইং