আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

মুকুল গাঙ্গুলী এর ৩টি কবিতা

মুকুল গাঙ্গুলী এর ৩টি কবিতা

খুশির ঈদ

এসো মোরা সকলে মিলে ঈদের গান গাই
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে হই ভাই-ভাই।
ভাই-ভাই মিলে করি শপথ আজ থেকে সবাই
দুনিয়াতে ভাই এর মতো আর যে কিছু নাই।
যতই আসুক বিঘ্ন-বাঁধা থাকবো সকলে মিলে
নিজের স্বার্থে কেউ কখনো যাবো না কাউকে ভুলে।
তাই এসো! সকলে খুশিতে মাখি গায়ে ঈদের আতর
ভালোবাসায় দিই রাঙিয়ে আজ পবিত্র ঈদ মোবারক।
আজ এই শুভ দিনে এসো সবাই করি আনন্দ
আকাশে বাতাসে পড়ুক ছড়িয়ে ভালোবাসার গঁন্ধ।

+++++++++++++++++++++++++++++++

বসন্ত এসে গেছে

শুনছি সবাই বলছে নাকি বসন্ত এসে গেছে
কিন্তু আমি বলছি বসন্ত! সে তো ফেঁসে গেছে।
এখনো এই ভরা মৌসুমে সকল বৃক্ষ-পত্র-শাখে আসেনি নব মুকুল
এখনো সকল মাঠে-গাছে-অরণ্যে ফুঁটে ওঠেনি সকল ফুল।
এখনো সর্বত্র নদ-নদী-সমুদ্রে প্রতিচ্ছবি হয়নি নব-নব বৃক্ষশাখের কুল
এখনো সমগ্র মানবকুলের ভাঙেনি মনের ভুল।
এখনো সেই মিষ্টি-মধুর সুভাষী কণ্ঠস্বরের অধিকারী
কোকিল ভাইয়ের ভাঙেনি ঘুম
এখনো প্রকৃতির সমস্ত মানব-মানবী বিষাদে নিঝুম।
এখনো ভরাগাঙে মরাল-মরালীর দিব্য প্রেম পড়েনি চোখে।
এখনো রাস্তার পাশের সকল শিশু অভুক্ত
অনাহারে-অনাদরে চেয়ে থাকে চাতকের চোখে।
তবুও রাজনীতিতে ভরা বসন্ত চলছে অবাধে
আজ লাল কাল নীল পরশু গেরুয়া পরের দিন হলুদ
আরও পরে সবুজ তারপরে খয়েরী- শালা! বিবেকে কারো কী বাঁধে?
কিছু গরীব একশো দিনের পায়না কো কাজ অনাহারে আজও মরে
রাজনৈতিক দাদা-দিদিদের দিন-দিন পকেট ভর্তি
বসন্ত উৎসব তো তারাই করে।
ঘুচিয়ে দেখাও এই বিভেদ-ভেদাভেদ করে দেখাও সমতা
তবেই জানবো এসেছে বসন্ত যদি সবাই পায় অন্তত একটু মান্যতা।

+++++++++++++++++++++++++++

বসন্ত

একটা বছর পেরিয়ে আবারো এল শুভ নববর্ষ
এই নববর্ষে সকলের পেশাদারিক শারীরিক মানসিক হোক উৎকর্ষ।
পুরানো থাক স্মৃতির পাতায় ঘটুক নতুনের শ্রীবৃদ্ধি
দিনে-দিনে কমুক উচ্ছৃঙ্খলতা বিলীন হোক মানুষের দুর্বুদ্ধি।
নাশ হোক অসত্যের সত্যের হোক জয়
পাপী দোষী শাস্তি পাক; নির্দোষ না পাক ভয়।
দেশ-দশ-সমাজের হোক উন্নতি
প্রতিটি স্বাধীন নাগরিকদের বাড়ুক সুমতি।
পথে ঘাটে হাঁটতে ফিরতে আর কোন নারী শিশু যেন না পায় ভয়।
রাস্তার পাশে থাকা শিশুদের যেন দু’বেলা পেটের ভাত জোগাড় হয়।
ধর্ষণ বা খুন নামক শব্দটি আর যেন না উঠে আসে খবরের শিরোনামে
অকালেই যেন কেউ না যায় অকালমৃত্যু নামক জাহান্নামে।
নতুন বছরে সবাই পাক শান্তি-ভালোবাসা একটু বাঁচার আশ্বাস
রাজনৈতিক প্রেক্ষাপটে পড়ে কারো না হোক সর্বনাশ।