আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

প্রযত্নে বৈশাখ

প্রযত্নে বৈশাখ
-তীর্থঙ্কর মৈত্র

তোমাকে দেখেছি জারুল ফুলের রঙে
যখন শহরে ফিরে আসে বৈশাখ।

উজ্জ্বল চোখ অফসেটে ছাপা যেন;
কবি প্রণামের দিনে বুঝি দেবে ডাক!

জানলায় দোলে বোগেনভেলিয়া থোকা
ক’টা দিন বাদে এলামুণ্ডার টবে;

নিশ্চয়ই এসে থেকে যাবে কিছুদিন!
উড়ো হাওয়াদের হাতে তাই এই চিঠি;

পেয়ে যাবে জানি ই-মেলের চেয়ে আগে।
শহুরে পিওন এতটা বুঝিনি বোকা;

অলিগলি চেনে জানে না জারুলে তুমি!
তরুণ কবির নীল চিঠি এই ডাকে

পৌঁছে যাবেই যাবে জারুলে জেনো!
লেন বাই লেন দরকার নেই কোনও;

মনে রেখো তুমি এলামুণ্ডার টব
বোগেনভেলিয়া প্রযত্নে বৈশাখ।