আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

ঢাকাবাসী সাবধান!

ঢাকাবাসী সাবধান!
-আলী হায়দার

আমার দেশবাসী ঢাকাবাসী সতর্ক সাবধান
এক ভীষণ আসমানি আজাব গজব অপেক্ষমাণ।
শীঘ্রই আপতিত হতে পারে এই ঢাকায়
এর হেতু অসংখ্য অপরাধ অন্যায় প্রবণতায়।
যখন শাসকশ্রেণি জালিম হয়ে যায়
অধিকাংশ প্রজারত জালিমের সহায়তায়।
তখন আসমানি আজাব গজব বর্ষিত হয়
কার সাধ্য আছে সেই আজাব গজব ঠেকায়?
সুদবিহীন অর্থব্যবস্থা নেই আজ ধরায়
ঘুষবিহীন অফিস আদালত চলে না হায়!
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেপরোয়া আজ
উপরন্তু ওজনেও কম দিচ্ছে বেহায়া বেলাজ।
পণ্যের গুণগত মানে মিশাচ্ছে ভেজাল
এমন ভেজালপণ্যে জনগণ নাজেহাল।
ভেজাল খাদ্যে আজ বাজার সয়লাব
জনগণের দেহ-প্রাণ ধ্বংস হচ্ছে সব।
দ্রব্যের আমদানি কর কয়েকগুণ বেশি
এমন অনেক গেঁড়াকলে আছে নগরবাসী।
সৎ সরল প্রজাকুলের বেঁচে থাকার সুযোগ নাই
অসৎ প্রতারকদের রাজত্ব চলছে ভাই।
সর্বত্রে চাঁদাবাজি শাসকশক্তির ছত্রছায়ায়
এহেন কারণেও দ্রব্যমূল্য বেড়ে যায়।
সাধারণ প্রজাকুল সর্বক্ষেত্রে অসহায়
মজলুমের প্রার্থনা আরশ মোয়াল্লায় পৌঁছে যায়।
তাই দেশবাসী ঢাকাবাসী সতর্ক সাবধান
এক ভীষণ আসমানি আজাব গজব অপেক্ষমাণ।
২৭/০৩/২০২৪ইং