আজ-  ,


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত «» জুড়ীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু «» জুড়ীতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে যুব ফোরামের সভা অনুষ্ঠিত «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন

কামরান চৌধুরী এর ২টি কবিতা

কামরান চৌধুরী এর ২টি কবিতা

ঈদে আত্মশুদ্ধি

আকাশে বাতাসে আনন্দ কনারা আবির মাখিয়ে যে যায়
রমজান শেষ হলেই মুমিন হৃদয় খুশিতে হাঁরায়।
আনন্দ বার্তায় ফিরে ফিরে আসে সে মুসলমানের দ্বারে
অনুগ্রহ নিয়ামত দু’হাতে স্রষ্টা ভরিয়ে দেন বান্দাকে।

হিংসা-দ্বেষ ভুলে সাম্য-প্রীতির বন্ধনে কোলাকুলি করে
খুশি মনে সবাই যেন ভালোবাসার সেতুবন্ধন গঁড়ে।
ঈদে মুসলিম জাহানে ধনী নির্ধনে নেই খুশির শেষ
বৃদ্ধ শিশু নারী পুরুষের নতুন পোশাকে লাগে যে বেশ।

যদিও পেটে নেই গরিবের দু’বেলা অন্নের সংস্থান
তবুও কেউ দ্যাখে না চেয়ে তাদের দীনহীন অবস্থান।
বছর ঘুরে সিয়াম সাধনা শেষে ঈদ আসে ঈদ যায়
কয়লা ধুলে যায় ময়লা? মানব চরিত্রও কি পাল্টায়!

ত্যাগ তিতিক্ষা হয় কি অবসান রুদ্ধ জানালা মানবের
আজ খুলে দিই কপাট মুক্ত বায়ু মুক্ত আলো প্রবেশের।
বাঁকা চাঁদের হাসি দেখে চোখে-মুখে তৃপ্ত খুশি মুমিনের
আত্মশুদ্ধির মধ্য দিয়ে মুছে যাবে মলিনতা জমিনের।

স্বপ্নটাকে ছড়িয়ে দিই দুঃখের মেঘও সরিয়ে দিই
বুকে টেনে নিই সব মানুষে খোদার প্রেম বুকেতে নিই;
আজ বিভেদ ভুলে ঘষে মুছে আত্মাকে করবো ভাই স্বচ্ছ
দেখবে বিশ্ব মুসলিমের আলোকিত সমৃদ্ধ দ্বীপগুচ্ছ।

চলো যাই সবাই মিলে একে অন্যের মুখে হাসি ফোঁটাই।।
শ্যামলী, ঢাকা।

++++++++++++++++++++++++++++++++++

বাবাকে মনে পড়ে

বাবা, তোমার স্মৃতি মনে পড়ে খুব মনে পড়ে।
আমরা করেছি কত খেলা শুনেছি গল্প কথা গান
তুমি দিয়েছো ভালোবাসা করেছো যত্ন
শিখিয়েছ সত্য পথে চলা ভালো হবার মন্ত্র।
যুগিয়েছ সাহস প্রতিবাদী হতে শেখা
দেখিয়েছ সমাজের ভাল-মন্দ আচার-আচরণ শিষ্টাচার।
তুমি আমার শক্তি-আদর্শ প্রেরণার উৎস
আনন্দ বেদনায় তাই তোমাকেই মনে পড়ে।

তোমার হাত ধরেই চিনেছি প্রকৃতি ফুল-ফল-লতা-পাতা
তোমার হাত ধরে করেছি ভ্রমণ কত পথ দর্শনীয় স্থান বন।
মেতেছি খেলায় গিয়েছি মেলায় সকল উৎসবে
তোমার কাছেই শিখেছি বিশ্ব মানবতা মানুষকে ভালোবাসা।

তোমার তিরোধান পাথর করে স্তব্ধ করে মনপ্রাণ
তোমার স্মৃতি আন্দোলিত করে বুকের ভিতরে গভীরে।

তুমি তো শুধু স্মৃতি ছবি নও
আজো গায়ে মাথায় স্নেহমাখা আদর বুলিয়ে যাও।
তোমার স্মৃতি আসলেই মনে শরীর শিহরিত হয়ে ওঠে
মনে হয় তুমি আছো আমারই পাশে খুব কাছে কাছে।
তোমার আশির্বাদী ছোঁয়া কপালে চন্দন টিঁপ হয়ে থাকে
অনন্ত চরাচরে যেখানেই থাকো শুধুই প্রার্থনা ভালো থেকো।।