আজ-  ,


সময় শিরোনাম:

এসো এসো হে বৈশাখ!

এসো এসো হে বৈশাখ!
-ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বৈশাখ তোমায় স্মরণ করি বরণ করি
খোঁপাতে ফুল দিয়া
কিন্তু তুমি নিষ্ঠুর অতি নির্দয় মতি
আগমন তব ঝড়-ঝঞ্ঝা নিয়া!

ঘরের চালা খোপার মালা
সব উড়িয়ে নাও
বিনিময়ে তার প্রতিকূলে
এ গরীবদের কিবা তুমি দাও?

আমার ভাঙা হৃদয় ভাঙা চালা
উড়িয়ে নিয়ে যাও
ওগো কালবৈশাখী বাও
তাতে কি সুখ তুমি পাও?

নতুন বছর আনবে কি ভোর
পালাবে কি দেশ ছেড়ে আছে যত চোর?
ভুমি দস্যু সন্ত্রাসী ধর্ষক আছে যত
ঝঞ্ঝায় উড়িয়ে ফেলবে কি বঙ্গোপসাগর?

এসো হে বৈশাখ তুমি এসো
এসো কালির খড়গ নিয়ে হাতে
অমানুষদের কচুকাঁটা করে ধুয়েমুছে
উঠাও তুমি জাতে!

শালিস জরিপ নিয়োগ বাণিজ্য
করছে আজ যারা
পাছায় কষে লাথি মেরে
এদেশ করো ছাড়া!

প্লাবনে ডুবাও তাদের
বলেশ্বর আর মধুমতীর জলে
বাঁচতে যেন পারেনা তারা
কূটকৌশল আর ছলে কিম্বা বলে!

পবিত্র হোক ধরা
কপালে তিলক কেঁটে
যেতে পারে যেন সব মা সন্তানের হাত ধরে
রমনা বটমূলে নির্ভয়ে মাজায় আঁচল এঁটে!

সমাজের অনাচার অবিচার ক্ষমতার দম্ভ
কালবৈশাখীর ঢলে করাও অবগাহন
বিধৌত করে ফেলো স্রোতস্বিনী জলে
এনে দাও সুখ শান্তি সবার শয়ন স্বপন!

ধূতি কিংবা পাজামা পরে
লাল কিংবা হলুদ শাড়ী ললনা দলে
নির্মল পবিত্র করে দাও ধুয়ে তব ঢলে
কপোত-কপোতী প্রেমের ছন্দ তুলে চলবে ভূতলে!