আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

আমি ফিরে আসি বার বার বর্ণিল আয়োজনে

আমি ফিরে আসি বার বার বর্ণিল আয়োজনে
-সুমন শাহনেওয়াজ

আমি ফিরে আসি বার বার বর্ণিল আয়োজনে
সকল লাজ লজ্জা পেছনে ফেলে
সূর্যাস্ত গোধূলির আবীর মাখা
জোনাকজ্বলা সন্ধ্যায়
ধানসিঁড়ি নদীর তীরে।

আমি ফিরে আসি বারবার
একাকী নিঃসঙ্গ জীবন ছেঁড়ে
আমার একাকীত্বের অবসান ঘটাতে
দাঁড়কাক বেশে তোমার বাড়ির কার্তিকের
নবান্নের বর্ণিল আয়োজনে।

আমি ফিরে আসি বারবার
গ্রাম বাংলার মেঠোপথ ধরে
বাউলের একতারা হাতে
গেরুয়া রঙের কাপড়ে
তোমার বাড়ির আঙিনায়
চৈত্রের উদাস দুপুরে
পিপাসায় কাতর হয়ে।

আমি ফিরে আসি বারবার
সকল লাজ লজ্জা পেছনে ফেলে
একটুখানি উষ্ণতার খোঁজে
রাত্রি দ্বিপ্রহরের নগ্ন আহবানে
তোমার উষ্ণ আবেগী আলিঙ্গনে আবদ্ধ হতে।

আমি ফিরে আসি বারবার
ডুব সাঁতারের ছলে
স্রোতস্বিনী ধানসিঁড়ি নদীর ঘোলা জলে
লুকিয়ে লুকিয়ে শুধুই তোমাকে দেখবো বলে।

আমি ফিরে আসি বারবার
পলাশ শিমুল কৃষ্ণচূড়া বনে
তোমায় দেখবো সিঁথির সিঁদুরের রঙে।
১৮/০৪/২৪ইং, পিরোজপুর।