আজ-  ,


সময় শিরোনাম:
«» পশ্চিমবঙ্গ মালদা গাঙচিলের উদ্যোগে বিশ্বকবির জন্মদিন পালন «» জুড়ী উপজেলায় কিশোর রায় চৌধুরী মনি চেয়ারম্যান নির্বাচিত «» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজারে বরুণার পীর আল্লামা খলীলুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এহসান বিন মুজাহির :  আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বরুণা মাদরাসার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম আল্লামা খলিলুর রহমান বর্ণভী রহ. এর স্মরণে  দারুল উলুম টাইটেল মাদরাসা মৌলভীবাজার এর উদ্যোগে সোমবার বেলা ১২টা থেকে মাদরাসা মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি শামছুজ্জোহার সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আজমান আলী ও মুহাদ্দিস মাওলানা এনামুল হকের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও দারুল উলুম মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী, মাওলানা সাঈদুর রহমান বর্ণভী, বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদি, মাওলানা নুরুল ইসলাম শায়খে শ্যামরকোণী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, জামেয়া আরাবিয়া মাদরাসা মৌলভীবাজার এর মুহতামিম মুফতি হাবিবুর রহমান, নুরুল কুরআন মাদরাসা মৌলভীবাজার এর প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ মোশতাক আলীসহ মাদরাসার আসাতিজায়ে আসাতিজায়ে কেরাম।

দোয়া পরিচালনা করেন শায়খে বর্ণভী রহ. এর ২য় সাহেবজাদা বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদি।

বক্তারা শায়খুল ইসলাম আল্লামা খলীলুর  রহমান হামিদীর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন-খলীলুর রহমান ছিলেন উপমহাদেশের নন্দিত একজন বিদগ্ধ আলেম এবং বরেণ্য বুজুর্গ। ইসলাম, কওমি মাদরাসা ও মানবসেবায় তাঁর অবদান অপরিসীম। আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলামের শুণ্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক রহবরকে হারিয়েছেন। ইলমে হাদিসের উজ্জ্বল নক্ষত্র আল্লামা খলিলুর রহমান ছিলেন দুনিয়াবিমুখ মুখলিছ আলেম।