আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেটের সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিলা মোড়ে পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড «» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মৌলভীবাজারে বরুণার পীর আল্লামা খলীলুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এহসান বিন মুজাহির :  আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বরুণা মাদরাসার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম আল্লামা খলিলুর রহমান বর্ণভী রহ. এর স্মরণে  দারুল উলুম টাইটেল মাদরাসা মৌলভীবাজার এর উদ্যোগে সোমবার বেলা ১২টা থেকে মাদরাসা মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি শামছুজ্জোহার সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আজমান আলী ও মুহাদ্দিস মাওলানা এনামুল হকের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও দারুল উলুম মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী, মাওলানা সাঈদুর রহমান বর্ণভী, বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদি, মাওলানা নুরুল ইসলাম শায়খে শ্যামরকোণী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, জামেয়া আরাবিয়া মাদরাসা মৌলভীবাজার এর মুহতামিম মুফতি হাবিবুর রহমান, নুরুল কুরআন মাদরাসা মৌলভীবাজার এর প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ মোশতাক আলীসহ মাদরাসার আসাতিজায়ে আসাতিজায়ে কেরাম।

দোয়া পরিচালনা করেন শায়খে বর্ণভী রহ. এর ২য় সাহেবজাদা বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদি।

বক্তারা শায়খুল ইসলাম আল্লামা খলীলুর  রহমান হামিদীর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন-খলীলুর রহমান ছিলেন উপমহাদেশের নন্দিত একজন বিদগ্ধ আলেম এবং বরেণ্য বুজুর্গ। ইসলাম, কওমি মাদরাসা ও মানবসেবায় তাঁর অবদান অপরিসীম। আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলামের শুণ্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক রহবরকে হারিয়েছেন। ইলমে হাদিসের উজ্জ্বল নক্ষত্র আল্লামা খলিলুর রহমান ছিলেন দুনিয়াবিমুখ মুখলিছ আলেম।