আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান «» বগুড়া আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা «» জুড়িতে হুইসেল বেøায়ার অন্তভুক্তিকরন সভা। «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায় «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায় «» মৌলভীবাজারে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে অপরাজিতা নেটওয়ার্ক এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।

মোঃ শিমুল  হাসান, নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর রাণীনগর উপজেলার বিজয়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে এবং আত্রাই উপজেলার বান্দাইখাড়া বদ্ধভূমি চত্বরে মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। লাইফ নমিজান আত্তাবী ফাউন্ডেশনের সহযোগিতায় বে-সরকারী সংস্থা রানি এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় দাতা সংস্থা লাইফর এশিয়ার সমন্বয়কারী ইসহাক আলী সোহেল, নমিজান আত্তাবী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জোনায়েদ আহমেদ, সোস্যাল এইডের প্রধান নির্বাহী বাবুল আকতার, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, মিরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৫কেজি চাল, ৩কেজি আলু, ২কেজি ডাল, ২লিটার সয়াবিন তেল ও ১কেজি লবণ। সম্প্রতি ছোট যমুনা ও আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে জেলার রাণীনগর, আত্রাই ও মান্দা উপজেলার প্রায় শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে।