আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» জুড়ীতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ী বাজারে নির্বাচনী জনসভা «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে কর্মচারীদের বেতনসহ যাবতীয় বকেয়া পাওনাদি আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» নকল হিজড়াদের আইনের আওতায় আনা হবে- সিলেটে মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান «» Press release «» «» মৌলভীবাজারে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন «» মৌলভীবাজারে আসছেন হযরতুল আল্লামা মুফতি মোঃ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী

নওগাঁয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।

মোঃ শিমুল  হাসান, নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর রাণীনগর উপজেলার বিজয়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে এবং আত্রাই উপজেলার বান্দাইখাড়া বদ্ধভূমি চত্বরে মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। লাইফ নমিজান আত্তাবী ফাউন্ডেশনের সহযোগিতায় বে-সরকারী সংস্থা রানি এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় দাতা সংস্থা লাইফর এশিয়ার সমন্বয়কারী ইসহাক আলী সোহেল, নমিজান আত্তাবী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জোনায়েদ আহমেদ, সোস্যাল এইডের প্রধান নির্বাহী বাবুল আকতার, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, মিরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৫কেজি চাল, ৩কেজি আলু, ২কেজি ডাল, ২লিটার সয়াবিন তেল ও ১কেজি লবণ। সম্প্রতি ছোট যমুনা ও আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে জেলার রাণীনগর, আত্রাই ও মান্দা উপজেলার প্রায় শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে।