আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান «» বগুড়া আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা «» জুড়িতে হুইসেল বেøায়ার অন্তভুক্তিকরন সভা। «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায় «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায় «» মৌলভীবাজারে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে অপরাজিতা নেটওয়ার্ক এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে চা বাগান লেকে সাঁতার কাটতে গিয়ে চা শ্রমিক সন্তানের মৃত্যু

রাকেল আনছারী, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : সরকারী মালিকানাধীন কমলগঞ্জের কুরমা চা বাগানের লেকে সাঁতার কাটতে গিয়ে সচীন নায়েক (১৬) নামের এক চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জুন) বিকাল ৬টায় কুরমা চা বাগানের ১২ নম্বর সেকশনের লেক থেকে নিহতের মরদেহ উদ্ধার  করা হয়।নিহত সচীন কুরমা চা বাগানের বড় লাইন এলাকার মুক্তিযোদ্ধা মোকেশ নায়েকের ছেলে।চা শ্রমিকরা জানান, সোমবার বিকালে তিন বন্ধু মিলে চা বাগানের ১২ নম্বর সেকশনের লেকে সাঁতার কাটতে যায় সচীন। এক পর্যায়ে দুই বন্ধু সাঁতার কেটে উপরে উঠে আসলেও লেকের পানিতে তলিয়ে যায় সচীন। পরে স্থানীয়রা মিলে তাকে উদ্ধারে পানিতে নামেন। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়রা উদ্ধার অভিযানকালে সোমবার সন্ধার পর তার লাশ পানিতে ভেসে উঠে। পরে চা বাগানের লোকজনের সহযোগিতায় স্থানীয় উদ্ধারকারীরা নিহতের মরদেহ পানি থেকে তুলেন।কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের উদ্ধারকারী টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির বলেন, ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।সোমবার রাত সাড়ে ৯টায় আলাপকালে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করবে। পারিবারিকভাবে কোন অভিযোগ করা না হলে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নিহতের মরদেহ শেষ কৃত্যের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।