আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে‘র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গত ২৪ মার্চ বিকালে। সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন লালনের বাবা মরহুম আব্দুল রশিদ বাবু‘র রুহের মাগফিরাত কামনায় সিংকাপন মুনরাইজ কিন্ডারগার্টেন কে.জি স্কুলে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও আব্দুল মুমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু । বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামের মুরব্বি আবু সুফিয়ান, মোজাহিদ আহমদ, ক্বারী রাজু আহমদ, চার মৌজা জামে মসজিদ, দিশালোক এর ছানি ইমাম, মো: তাজু মিয়া, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কে.এম.সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র), সাংবাদিক ও মানবাধিকারকর্মী চিনু রঞ্জন তালুকদার, ইমাম ও খতিব মুফতি আব্দুস সামাদ তোফায়েল, হাফিজ মুস্তাফিজুর রহমান লেবু প্রমুখ। অতিথিবৃন্দসহ বক্তারা বলেন- মরহুম আব্দুল রশিদ বাবু এর ছেলে বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন লালন এর উদ্যাগে প্রতিবছরের ন্যায় এবারও খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সমাজের হতদরিদ্রে লোকজনদের জন্য এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে কাজ করে যাবে এ প্রত্যাশা কামনা করেন।