আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

এম হানিফা এর ২টি কবিতা

এম হানিফা এর ২টি কবিতা

তেলের কদর

কদর নাই কদর আলীদের তেমন আজ ভাই
বদর আলীদের ভীড়ে
যদিও কদর আলীরা করতেছে ভাল কাজ
বদর আলীরা শুধু ঘুরে।

কদর আলীরা মোটেও দেয়না ফাঁকি কাজে
বদর আলীদের মত
তবু দেখছি বদর আলীর দলই ঘুরে ফিরে
খেতাব পাচ্ছে এখন যত!

কর্ম ফেলে দিচ্ছে ফাঁকি বদর আলীরা আর
ঘুরছে বড় কর্তাদেরই সামনে
বড় কর্তা বদর আলীদের করেনা জিজ্ঞাসা
কাজ ফেলে কেন তোমরা এখানে?

বড় কর্তারা তেল পেলেই আজ হয় ভীষণ খুশি
তখন অন্য কিছু আর দেখেনা
কদর আলীরা যখন এমন অন্যায় দেখে ভাই
তাদের প্রাণে তো তা সহেনা!

এই কারণে সব জায়গাতে আজ দেখছি ভাই
ব্যাপক সিস্টেম লস হচ্ছে
আর এই কারণেই কদর আলীর কদর সর্বত্র
দিনে দিনে কমে যাচ্ছে!

সময় জ্ঞান আর নীতি নৈতিকতা মোটেও নাই যাদের
তারাই আজ হতে চায় আইডল
যা দেখলে বুঝা যায় বর্তমানে আমরা কত নিচে
যাচ্ছি চলে পেয়ে বদর আলীদের তেল!
১৫/০৩/২৪ইং

+++++++++++++++++++++++++

বেলা-অবেলা

কোন বেলা হবে যাবার বেলা
কোনটাকেই বা বলবো অবেলা
নাইবা নাহি জানা কারো তা ভবে
অহেতুক-ই হই প্রাণচঞ্চলা।

কে কী দেবে আর কে কী নেবে
তা নিয়েই চলবে যখন কথা
কারো কথায় তখন হয়তোবা
কেহ পাবে অনেক ব্যথা।

কেউবা করবে স্মৃতিচারণ আর
কেহ বলবে অকাল মরণ
কোনটি অকাল আর কোনটি নয়
তার কী আছে কোন লগন!

সব-ই সময় সব-ই আবার অসময়
সঠিকটা কারো নয় জানা নয় জানা
তাকে ছাড়া যার নিকট থেকে এসেছি
এই মর্তে হয়ে মুখোমুখি ভাই পদ্ধতি নানা।
১৯/০৩/২৪ইং