আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

এই ছেলে এই শোনো?

এই ছেলে এই শোনো?
-দেবদাস হালদার

মনে হলো আজ ও ঘর
থেকেই আসছে
আওয়াজ-
এই ছেলে এই শোনো?
আশেপাশে পিচ্চি থাকায়
দেই না
তাকে তাৎক্ষনিক
আর কথার জবাব কোনো।

একই প্রশ্ন পুনরায় করায়
ঘাড় বাকিয়ে
দেই জবাব- জ্বী আমাকে?
বিরক্তিকর এক প্রশ্ন আসে-
তোমাকে নয়
তবে কি বলছি ঐ গরুটাকে?

এবার হাতের বইটা টেবিলে
রেখে উপুড় করে আস্তে
ধীরে বলি
তারে-
জ্বী কি বলতে চান বলুন?
ভদ্রলোক বলেন হেঁকে- কোন
কেলাশে
পড়িস্ বাহে
নিউ টেন নাকি মেট্টিক
দিব্যি এদিক আয় এক্টু শোন?

তাঁর কথাটা শেষ না হতেই
ভাইয়ের শাশুড়ী
মাওই
আমার বলেন গলা খেকে-
পুত্রা আমাগো এমএসসি
দিবো
ফাইনালে এবার-
ঐ ঢাকা ইউনিভার্সিটি থেকে।

মাওইর কথায় লজ্জা পেয়ে
বলেন
লোকটায় আস্তে করে- সরি!
ইতোমধ্যেই- ও কিছু নয় বলে
আমি
সেখান থেকে হঠাৎ কেঁটে পড়ি।
১৯.০৩.২৪ইং, ঢাকা।