আজ-  ,


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» মৌলভীবাজারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ জেলা শাখা কমিটি গঠন «» কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ «» বগুড়ায় তীব্র তাপদাহের পর দেখা দিলো স্বস্তির বৃষ্টি «» জাতীয় বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় – বিদ্যুৎহীন মৌলভীবাজারসহ সিলেট  «» কোন বিচারক পাবলিক কোন স্টেটমেন্ট দিতে পারবেন না- মৌলভীবাজারে নাগরিক সম্বর্ধনায় প্রধান বিচারপতি «» আবুল হোসেন রাজনগর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত «» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

মহান বিজয় দিবসে গোপালগঞ্জ গাঙচিলে বিজয়ের কবিতা উৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবসে গোপালগঞ্জ গাঙচিলে বিজয়ের কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ মহিলা কলেজ মিলনায়তনে দিপল কান্তি বিশ্বাস (দুর্জয়) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ কবি সেখ বেনজীর আহমেদ।

প্রাক্তন জেলা শিক্ষা অফিসার কবি নরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী।

বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক কবি হামিমুর রহমান, সহকারী অধ্যাপক খন্দকার মাহমুদ আলী, কবি জয় গোপাল বিশ্বাস, কবি নয়ন বালা, সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, কবি জয় বিকাশ চৌধুরী শ্রী মধু, মৃনাল কান্তি সেন।

বিজয় দিবসের কবিতা পাঠ করেন কবি অধ্যাপক বেনজির আহমেদ, রবীন্দ্রনাথ অধিকারী, রনজিত সরকার, শ্রীমধু, জয় গোপাল বিশ্বাস, হামিমমুর রহমান, দিপল কান্তি বিশ্বাস, খন্দকার মাহমুদ আলী, কল্পনা শিরালী, আয়েশা আক্তার, নরেশ চন্দ্র দাস, রমেন্দ্র নাথ বিশ্বাস, মৃনাল কান্তি বিশ্বাস, সাংবাদিক মাহমুদ, লেলিন ঠাকুর, প্রান্তি সরকার, বিষ্ণুপদ বিশ্বাস, নয়ন বালা প্রমুখ কবিবৃন্দ।
অনুলিখনঃ স’লিপক।