আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

কমলগঞ্জে ফেসবুকে ‘রিয়া আক্তার’ ফেক আইডির উত্তম নুনিয়া গ্রেফতার

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের যুবক উত্তম নুনিয়া অসৎ উদ্দেশ্য হাসিল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে অশালীন পোস্ট করার অভিযোগ এনে থানায় জিডি করেন ভোক্তভোগীর স্বামী রাজ কুমার নুনিয়া। পুলিশ সত্যতা পেয়ে উত্তম নুনিয়াকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানে।

জিডির সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে ‘রিয়া আক্তার’ নামে ফেসবুকে একটি ফেক আইডি খুলে মাধবপুর চা বাগানের দক্ষিণ লাইনের রাজ কুমার নুনিয়ার স্ত্রীকে ইনবক্সে জ্বালাতন করে আসছিল। এমনকি তার স্ত্রী ও বোনের সাথে বিভিন্ন অশালীন ছবি যুক্ত করে প্রচার করছিল। বিষয়টি রাজ কুমার নুনিয়ার স্ত্রী তাকে জানালে তিনি কৌশলে ওই আইডির সাথে চ্যাট করে বিষয়টি অবগত হন।

এ ব্যাপারে রাজ কুমার নুনিয়া সোমবার (১১ ডিসেম্বর) কমলগঞ্জ থানায় জিডি করেন। জিডির পর পুলিশ তৎপর হয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে মাধবপুর চা বাগানের ৮নং লাইনের নন্দলাল নুনিয়ার ছেলে উত্তম নুনিয়াকে আটক করে থানায় নিয়ে যান।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাস জানান, ঘটনার সাথে ছেলেটি জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।