আজ-  ,


সময় শিরোনাম:
«» লন্ডনে শহীদ জননী জাহানারা ইমামের ৯৫তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভা অনুষ্ঠিত «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» মৌলভীবাজারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ জেলা শাখা কমিটি গঠন «» কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ «» বগুড়ায় তীব্র তাপদাহের পর দেখা দিলো স্বস্তির বৃষ্টি «» জাতীয় বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় – বিদ্যুৎহীন মৌলভীবাজারসহ সিলেট  «» কোন বিচারক পাবলিক কোন স্টেটমেন্ট দিতে পারবেন না- মৌলভীবাজারে নাগরিক সম্বর্ধনায় প্রধান বিচারপতি «» আবুল হোসেন রাজনগর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত «» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা

মৌলভীবাজার মডেল থানা পুলিশের আরও একটি সাফল্য

ফয়েজ উর রহমান সোহেল: মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম) বার এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় ও মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক হুমাইন কবির,এসআই জিয়াউল ইসলাম অন্যন্য ফোর্সদের সাথে নিয়ে গোপন অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার ২জন আসামীকে কুমিল­া জেলার সদর দক্ষিন থানাদিন সোয়াগাজি এলাকা থেকে গত ১৩ আগষ্ট গ্রেপ্তার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার মডেল থানার মামলা নং ০২ তারিখ ০১/০৩/২০২০ ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড এজহার নামীয় আসামী সদর উপজেলার আথানগিরী এলাকার চান্দ আলীর পুত্র রজব আলী (৩৫)। এবং মৌলভীবাজার মডেল থানার মামলা নং ০৫ তারিখ ০৩/০২/২০২০ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী একই এলাকার আব্দুল আলিম এর পুত্র খলীল মিয়া (৪৫)। আটককৃতরা দুর্র্ধষ প্রকৃতির ডাকাত এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানাসহ সিলেটের বিভিন্ন থানায় ডাকাত রজব আলীর বিরুদ্ধে ডাকাতি মামলাসহ মোট ০৮ টি মামলা এবং ডাকাত খলিল এর বিরুদ্ধে ডাকাতিসহ মোট ০৫ টি মামলা রয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেনে মডেল থানার এসআই জিয়াউল ইসলাম। পুলিশ আরো জানায়, গ্রেপ্তার পরবর্তি আসামী ডাকাত খলিলের দেওয়া তথ্যমতে ১ টি স্বর্ণের চেইন যার মুল্য অনুমান ৪০ হাজার টাকা উদ্বার পুর্বক জব্দ করা হয়। এবং পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।আটককৃতদের আজ ১৪ আগষ্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।