আজ-  ,


সময় শিরোনাম:
«» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর «» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

অর্ধেন্দু কুমার দেব সভাপতি এবং শহীদ হোসেন ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘ ১৩ বছর পর জমকালো আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় শহরের পুরানবাজারে এ সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়ে বেলা ৩টায় সম্পন্ন হয়। সমাবেশ শুরুর আগেই বিশাল প্যান্ডেল সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত উপস্থিতির মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়। সম্মেলন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ফেস্টুন, ব্যানার, পোস্টার ছিল চোখে পড়ার মতো। মাইকিংসহ নানাভাবে প্রচারের আয়োজন ছিল লক্ষণীয়।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন কামরান, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগেরকেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

 

সন্মেলনের দ্বিতীয় অধিবেশন জেলা পরিষদ অডিটোরিয়া বেলা সাড়ে ৩ টায় শুরু হয়ে সন্ধায় শেষ হয়। এ অধিবেশনে সম্মেলনে সকল কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অর্ধেন্দু কুমার দেব বেভুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহিদ হোসেন ইকবাল এবং সহসভাপতি পদে মোঃ ইউসুফ আলী, এম এ মান্নান, জিল্লুল আনাম চৌধুরী, ইমরান আহমদ চৌধুরী, স্বপন রায়, ডা. হরিপদ রায়, শমসের খান এবং বিজয় ব্যানার্জি।

 

যুগ্ন সাধারণ সম্পাদক শুভ্র দেব, আকরাম খান, এনাম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু কাওছার লাভলু, বেলায়েত হোসেন এবং ছালিক আহমদ। ধর্ম বিষয়ক সম্পাদক শেখ উপরু মিয়া, দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া, রনধীর কুমার দেব, আবু শহীদ আব্দুল্লাহ, সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ মহোদয়। প্রসঙ্গত, সর্বশেষ ২০০৫ সালে অনুমোদিত উপজেলা কমিটি গঠন করা হয়। তারপর থেকে দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে সম্মেলন হয়নি এই কমিটির।

 

অবশেষে দীর্ঘ ১৩ বছর পর আজ ত্রী বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন হলো।