আজ-  ,


সময় শিরোনাম:
«» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য «» মৌলভীবাজারে আইসিবি ইসলামি ব্যাংক গ্রাহকের ‘টাকা দিতে পারছে না’ 

কুষ্টিয়ার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থীর

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থীর অনুকুলে দলীয় প্রতীক বরাদ্দ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আসলাম হোসেন। সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থী ও তাঁর মনোনীত ব্যক্তির হাতে নিজ নিজ দলীয় প্রতীক দেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট আ.ক.ম সরওয়ার জাহান বাদশা-নৌকা, বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষ, বাদশার পক্ষে মনোনীত প্রতিনিধি এ্যাড. রফিকুল ইসলাম লালন জেলা রিটার্নিং অফিসারের হাত থেকে নমুনা প্রতীক বুঝে নেন। আশরাফুজ্জামান (বিএনএফ) টেলিভিশন, মাওলানা নাজমুল হুদা (ইসলামী আন্দোলন) হাতপাখা, (জাতীয় পার্টি এরশাদ) শাহরিয়ার জামিল জুয়েল লাঙ্গল প্রতীক পেয়েছেন।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে আহসান হাবিব লিংকন জাতীয় পার্টি (ঐক্যফন্ট কাজী জাফর) ধানের শীষ, মহাজোট প্রার্থী জাসদের সভাপতি হাসানুল হক ইনু-নৌকা, সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু-চাকা, বিএনএফের সাইফুল ইসলাম-টেলিভিশন, এনপিপির মোহাম্মদ সোহাগ হোসেন-অম, সিপিবির ওয়াহিদুজ্জামান-কাঁসতে, মোজাম্মেল হক (ইসলামী আন্দোলন) হাতপাখা ও মারফত আলী মাষ্টার (মুসলীম লীগ)-হারিকেন কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ-নৌকা, হানিফের পক্ষে মনোনীত প্রতিনিধি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম জেলা রিটার্নিং অফিসারের হাত থেকে নমুনা প্রতীক বুঝে নেন। বিএনপির জাকির হোসেন সরকার-ধানের শীষ, সম্মিলিত বাম দল (বাসদ) শফিকুর রহমান শফি-মই, বিএনএফের আশাদুল হক-টেলিভিশন, (এনপিপি) উজ্জল আহসান-আম, ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম-হাতপাখা প্রতীক পেয়েছেন। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ-নৌকা, বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ র“মী-ধানের শীষ, জাতীয় পার্টি (জাপা-এরশাদ) আশারফুল হক লাঙ্গল, এনপিপির তাছির উদ্দিন-আম, বিএনএফের আওলাদে পীরজাদা ইদ্রীস-টেলিভিশন ও ইসলামী আন্দোলনের হাজী এনামুল হক-হাতপাখা প্রতীক পেয়েছেন