আজ-  ,


সময় শিরোনাম:
«» পশ্চিমবঙ্গ মালদা গাঙচিলের উদ্যোগে বিশ্বকবির জন্মদিন পালন «» জুড়ী উপজেলায় কিশোর রায় চৌধুরী মনি চেয়ারম্যান নির্বাচিত «» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

চালীবন্দর এলাকার জুয়ার আসর থেকে ১০ জুয়ারি গ্রেফতার।

প্রেস রিলিজ
র‌্যাব-৯ এর অভিযানে এসএমপির কোতোয়ালি থানার ফুলিয়াপাড়া ও চালীবন্দর এলাকার জুয়ার আসর থেকে ১০ জুয়ারি গ্রেফতার।

   গত ১১/১০/২০২০খ্রি. রাত ১১টা থেকে ১২/১০/২০খ্রি. ভোর ৩টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও র‌্যাব ৯সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন  এর সমন্বয়ে গঠিত একাধিক  আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কোতোয়ালি থানার ফুলিয়াপাড়া এলাকা থেকে জুয়ারি ১। রোমান আহম্মেদ (২০), পিতা- মো. হেলাল মিয়া, সাং ফুলিয়াপাড়া ২। মো. সুমন (২৩), পিতা- মাসুম, সাং- ফুলিয়াপাড়া, উভয় থানাঃ কোতয়ালী,  এসএমপি সিলেট ও চালীবন্দর এলাকার জুয়া আসর থেকে অভিযান পরিচালনা করে ৩। সুধাংশু সরকার রাজন (৩২), পিতা-মৃত বিদ্যাধর সরকার, সাং- সিংহনাথ, থানাঃ দিরাই, জেলা- সুনামগঞ্জ ৪। সোহেল আহমদ (৩০), পিতাঃ- মৃত আব্দুল আলী, সাং- পূর্ব কুশিঘাট, থানাঃ- শাহপরান, এসএমপি সিলেট, ৫। মো. ফোরকান হোসেন (৩২), পিতা- মো.আব্দুস ছাত্তার, সাং-গ্রামতলা, থানাঃ বড়লেখা, জেলা- মৌলভীবাজার ৬। মো. ময়নুল ইসলাম অপু (৩৫), পিতা-মৃত মো. ফারুখ মিয়া, সাং-ইসলামপুর মেজরটিলা, থানা শাহপরান, এসএমপি সিলেট, ৭। মো. আতিকুর রহমান (৪০), পিতা-মো. আফতাব উদ্দিন, সাং-শিমুলবাগ, থানাঃ দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ ৮। মোঃ আলামিন মিয়া (২২), পিতাঃ মোঃ ফারুখ মিয়া, সাং-কল্যাণপুর, থানা-তাহেরপুর, জেলা- সুনামগঞ্জ ৯। আশরাফ(৫১), পিতা-আব্দর রউফ, সাং-বগডহর, থানাঃ নবীনগড়, জেলাঃ ব্রাম্মণবাড়ীয়া ১০। ইয়াছিরুল (১৮), পিতাঃ নূর উদ্দিন, সাং-গাঘটিয়া, থানাঃ তাহেরপুর, জেলাঃ সুনামগঞ্জ’দের গ্রেফতার করে তাদের হেফাজত থেকে জুয়া খেলার কার্ড ও নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়। ধৃত জুয়ারিদের বিরুদ্ধে র‌্যাব জুয়া আইনে মামলা দায়ের করে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।