আজ-  ,


সময় শিরোনাম:
«» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান «» বগুড়া আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা «» জুড়িতে হুইসেল বেøায়ার অন্তভুক্তিকরন সভা। «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায় «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায়

৬৫ জন নবীন আলেমকে সংবর্ধনা প্রদান করেছে মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম

 

 

দীপ্ত নিউজ ডটকম : আল হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশে’র অধীনে ২০১৯ সালে তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী উত্তীর্ণ ৬৫ জন নবীন আলেমকে সংবর্ধনা প্রদান করেছে মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি, শ্রীীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এরকেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি, শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বেফাকুল মাদারিসিলি আরবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেটের গহরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।

 

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন-লেখক ফোরাম মৌলভীবাজারের সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা রুহুল আমীন সাদী, সাংবাদিক ও কলামিস্ট ইসমাইল মাহমুদ।

 

ফোরামের সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান ও সহ- সেক্রেটারি শাহ মুহাম্মাদ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়পুর মামরকপুর টাইটেল মাদরাসার প্রিন্সিপাল ও মৌলভীবাজার উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, বরুণা টাইটেল মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, জামেয়া রাহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারী, আনোয়ারা বেগম মহিলা টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, মুন্সিবাজার টাইটেল মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল মতিন, নুরুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ বেলাল, কালিয়ারগাঁও টাইটেল মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, বরুণা টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ, বলরামপুর টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ওলিউর রহমান জাকির, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পৃষ্টপোষক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, দারুল আজহার মডেল মাদরাসা উসমানী নগর ক্যাম্পাসের প্রিন্সিপাল মাওলানা মিনহাজ উদ্দিন মিলাদসহ অর্ধশত উলামায়ে কেরাম।

 

বৃহস্পতিবারবেলা ৩টায় মৌলভীবাজার শহরস্থ রুমেল কমিউনিটি সেন্টারে প্রথম অধিবেশেনে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে শেষ হয় রাত ৮টায়। এরপর শুরু হয় দ্বিতীয় অধিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে তিলাওয়াত করেন হাফেজ কারী মাওলানা জিয়াউল হক নাসেহ।

 

ইসলামী সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলেন স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী আবু রায়হান-কলরব, আরিব হাসান কলরব, আবাবিল সাংস্কৃতিক ফোরাম, সূরের কাফেলা ও রাহে নাজাতের শিল্পীরা।

 

অনুষ্ঠানে মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর উপজেলা, শ্রীমঙ্গল উপজেলা, কমলগঞ্জ উপজেলা এবং কুলাউড়া উপজেলার নেতৃবৃন্দসহ ফোরামের নির্বাহী দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ২০১৯ সালের তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ ৬৫ জন আলেমের হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ২০১৭ সালের ১৬ নভেম্বর ৬৩ জন অনলাইন অ্যক্টিভিস্টদের নিয়ে কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।