আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

ফ্রান্সে তিনজনেক হত্যার পর পুলিশের আত্মহত্যা

মোহাম্মদ আব্দুল মুহিব;ফ্রান্স:পূর্ব বিরোধের জেরে ফ্রান্সে তিনজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বিভিন্ন সংবাদমাধ্যমে খবরে বলা হয়, শনিবার বিকেলে প্যারিসের কাছে একটি সড়কে এ ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে ওই পুলিশ সদস্যের প্রেমিকার বাবা ও দুজন পথচারী রয়েছেন। আহতরা অন্যরা হলেন, তার প্রেমিকা, প্রেমিকার মা ও বোন। ফ্রান্সের একটি স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, ওই নারী তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার কথা জানালে নিহত পুলিশ সদস্য পিস্তল দিয়ে প্রথমে দুজন পথচারীকে হত্যা করেন। এরপর গাড়িতে বসে থাকা প্রেমিকা, তার মা, বাবা ও বোনকে গুলি করার পর আত্মহত্যা করেন। পাশের একটি বাড়ির বাগানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে ফ্রান্সের সারসেল শহরের মেয়র ফ্রানসোয়িস পুপপোনি বলেন, ‘হামলার শিকার পরিবারটি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তারা আমার পরিচিত।’ এ সময় তিনি ওই পুলিশ সদস্যের সঙ্গে ওই পরিবারটির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন।