আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

বগুড়ায় শান্ত হত্যায় জড়িত আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন


## রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি:বগুড়ায় কলেজ শিক্ষার্থী আজহারুল ইসলাম (শান্ত) (২৪) হত্যায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিার দাবিতে গতকাল সোমবার বেলা ১২টায় শহরের সাতমাথায় মানববন্ধন করা হয়। এরআগে শান্তকে গত ২রা মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে  চকফরিদ এলাকার মোস্তাফা নজ এর সামনে এজাহার নামী ১১ জন ও অজ্ঞাত আরোও ৮ থেকে ১০ জন হত্যা করে পালিয়ে য়ায়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা মোছাঃ রাবেয়া খাতুন। বক্তব্যে তিনি বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের মধ্যে হিরা, সুমন, রাতুল ও রাব্বি চারজন গ্রেফতার হলেও বাকী আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাকি ৭ জন আসামী-কমরেড, মিরাজ, রবিউল, হামিদুল, ওমর ফারুক, মেহেদী ও মোজাহিদ। হত্যা মামলার আসামী হলেও এখন পর্যন্ত তারা ধরাছোঁয়ার বাহিরে। শান্ত সৈয়দ আহমেদ কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেটের ব্যাবসা পরিচালনা করে আসছিল। ব্যবসার সুবাদে সন্ত্রাসীরা বিভিন্ন্ সময় চাঁদা দাবি করতো। কিন্তু শান্ত সততার সহিত ব্যবসা করার কারণে বিভিন্ন সময়ে চাঁদা দিতে অপারোগতা প্রকাশ করে। অন্যায়কে সে প্রশ্রয় দিত না এটি তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। কৌশলে পরিচিত এক ছেলে মেহেদীর মাধ্যমে শান্তকে গত ২রা মার্চ বিকাল অনুমান সাড়ে ৪টার দিকে ডেকে নিয়ে যায়। আসামীরা শান্ত ও মেহেদীর মধ্যে কথোপকথনের এক পর্যায়ে অটোরিক্সা যোগে এসে ১নং আসামী কমরেডের নেতৃত্বে আসামীগণ অর্ততিকভাবে আক্রমন করে ধারালো অস্ত্রদ্বারা এলোপাথারি মারপিট করে ও গুরুত্বর রক্তাক্ত জখম করে। এতেই তরা ক্ষান্ত নয় মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত ধারালো চাকুদ্বার গলার ডান পাশে সজোরে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।  তিনি আরো জানান তার ছেলে নিরাপরাধ। সে বাসায় সামনে তার নিজস্ব অফিসে অবস্থান করাকালে চাঁদা নিতে আসে। আসামীরা চাঁদা না পেয়ে তাকে পরিচিত মেহেদীর মাধ্যমে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী ও এ পর্যন্ত যারা গ্রেফতার হয়নি তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তিনি। এঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে বগুড়া সদর থানায় এজাহার দায়ের করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের খালা রাশেদা বেগম, খালাতো বোন রাজিয়া সুলতানা, হাসিবুল ইসলাম, আফিউল, আতিক হাসান, সোহান রহমান, শাহাদত, আবুল হোসেন, সৈকত, তাসিম, ইমরান ও সবিজ প্রমুখ।