আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

মৌলভীবাজার-৩ আসনের সাত প্রার্থীর পড়াশোনা ও পেশা

সালেহ আহমদ (স’লিপক):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৩৭ মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিভিন্ন দলের ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পড়াশোনা কতটুকু এবং কার পেশা কি? সেসব তথ্যাবলী তোলে ধরা হলো।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিভিন্ন দলের ৭ জন প্রার্থী তাদের দলীয় প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ জিল্লুর রহমান নৌকা, জাসদের আব্দুল মোসাব্বির মশাল, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ হাতুড়ী, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবু বকর আম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ আব্দুর রউফ মোমবাতি, জাতীয় পার্টির মোঃ আলতাফুর রহমান লাঙ্গল এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ ফাহাদ আলম ছড়ি প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন।

নির্বাচনে অংশ নেওয়া সাত প্রার্থীর সবাই-ই উচ্চ শিক্ষিত এবং বিভিন্ন ডিগ্রিধারী। নৌকা প্রতীক প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান, হাতুড়ী প্রতীক প্রার্থী তাপস কুমার ঘোষ, আম প্রতীক প্রার্থী মোঃ আবু বকর এবং মোমবাতি প্রতীক প্রার্থী মোঃ আব্দুর রউফ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি করেছেন। ছড়ি প্রতীক প্রার্থী মোঃ ফাহাদ আলম এর পড়াশোনা স্নাতক এবং সবচেয়ে কম পড়াশোনা লাঙ্গল প্রতীক প্রার্থী মোঃ আলতাফুর রহমানের। সাতজন প্রার্থীর-ই পেশা ব্যাবসা।

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের শিক্ষাগত যোগ্যতাঃ এম.বি.এ। তার পেশা ব্যবসা।

ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ লড়ছেন হাতুড়ী নিয়ে। তার শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর, পেশা ব্যবসা।

আম নিয়ে লড়ছেন ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবু বকর। তার শিক্ষাগত যোগ্যতাঃ এম.এ এল.এল.এম, পেশা আইনজীবী।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ আব্দুর রউফ মোমবাতি নিয়ে লড়ছেন। তার শিক্ষাগত যোগ্যতাঃ এম.এ, পেশা শিক্ষকতা।

সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মোঃ ফাহাদ আলম ছড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক, পেশা রাজনীতি ও শিক্ষানবিশ আইনজীবী।

জাসদের আব্দুল মোসাব্বির মশাল নিয়ে লড়ছেন। তার শিক্ষাগত যোগ্যতাঃ হাইস্কুল ডিপ্লোমা (যুক্তরাষ্ট্র), পেশা ব্যবসা।

জাতীয় পার্টির মোঃ আলতাফুর রহমান লাঙ্গল নিয়ে লড়ছেন। তার শিক্ষাগত যোগ্যতাঃ এইচ.এস.সি,পেশা ব্যবসা।