আজ-  ,


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» মৌলভীবাজারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ জেলা শাখা কমিটি গঠন «» কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ «» বগুড়ায় তীব্র তাপদাহের পর দেখা দিলো স্বস্তির বৃষ্টি «» জাতীয় বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় – বিদ্যুৎহীন মৌলভীবাজারসহ সিলেট  «» কোন বিচারক পাবলিক কোন স্টেটমেন্ট দিতে পারবেন না- মৌলভীবাজারে নাগরিক সম্বর্ধনায় প্রধান বিচারপতি «» আবুল হোসেন রাজনগর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত «» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

শ্রীমঙ্গলে নবজাগরণ ও প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

 এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবজাগরণের বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল আট ঘটিকায় ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘ ও প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশনের যৌথ উদ্যোগে ভূনবীর পশ্চিম পাড়ার কবরস্থানের চতুর্পাশে আরো অর্ধশত বৃক্ষ রোপণ করা হয়। উক্ত কবরস্থানের চতুর্পাশে দুই ধাপে  এপর্যন্ত দেড় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অত্র সংগঠনের সভাপতি মুহাম্মদ লুৎফুল হক লোকমান নেতৃত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, সহ-সভাপতি বদরুজ্জামান রুবেল ও মোঃ মিজান মিয়া,সাধারণ সম্পাদক জালাল আহমদ সেলিম,  সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল আহমদ,বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়ন কমিটির প্রধান মুহাম্মদ আবুল মিয়া ও অন্যতম সদস্য মোঃ রাসেল মিয়া প্রমুখ।এছাড়াও ভূনবীর পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মাওঃ মঈনুদ্দিন,সেক্রেটারী  মোঃ আমান মিয়া,আবিদ মিয়া,আব্দুল হাই, আলাল মিউয়া,ফুল মিয়া,আব্দুল আজিজ, লুৎফুর মিয়া,উস্তার মিয়া সহ এলাকার বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘ ও প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশনের যৌথ উদ্যোগে গতকাল মতিগঞ্জ রাজ্জাকিয়া দারুল উলুম মাদ্রাসা, মতিগঞ্জ বুনিয়াদি জামে মসজিদ ও ভূনবীর চৌমুহনাস্থ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় অর্ধশত চারা রোপণ করা হয় এবং এ মৌসুমে এ পর্যন্ত ছয় শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে।