আজ-  ,


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» মৌলভীবাজারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ জেলা শাখা কমিটি গঠন «» কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ «» বগুড়ায় তীব্র তাপদাহের পর দেখা দিলো স্বস্তির বৃষ্টি «» জাতীয় বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় – বিদ্যুৎহীন মৌলভীবাজারসহ সিলেট  «» কোন বিচারক পাবলিক কোন স্টেটমেন্ট দিতে পারবেন না- মৌলভীবাজারে নাগরিক সম্বর্ধনায় প্রধান বিচারপতি «» আবুল হোসেন রাজনগর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত «» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

রাজনগরে ইউপি মেম্বারের বিরুদ্ধে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগরে ৫নং রাজনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মইন উদ্দিন চৌধুরী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকারী পাকা ঘর নির্মাণ করে দেওয়ার মিথ্যা আশ্বাষ দিয়ে এলাকাবাসী কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আল আমিন আশরাফ গংদের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- মেম্বার মইন উদ্দিন চৌধুরী ও তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে প্রায় দেড় বৎসর পূর্বে এলাকার হতদরিদ্র লোকজনদের কাছ থেকে সরকারী ভাবে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার মিথ্যা আশ্বাষ দিয়ে তাদের ভোটার কার্ডের ফটোকপি এবং ১৫শত টাকা থেকে নগদ ২ হাজার টাকা গ্রহণ করেন। সরকারী ঘর না পাওয়ায় এলাকার লোকজন মেম্বারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সময় ক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে এলাকার হতদরিদ্র লোকজন তাদের টাকা ও ভোটার কার্ডের ফটোকপি ফেরৎ চাইলে মেম্বার সেই টাকা ও ভোটার কার্ডের ফটোকপি ফেরৎ দেননি। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ( স্বারক নং- ০৫.৪৬.৫৮৮০.০০৩.০১.০৩১.১৭-৬৪০) স্বারকে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল এর কার্যালয়ে এ বিষয়ে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানী অনুষ্টিত হয়েছে।