আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

কলকাতায় অনুষ্ঠিত হলো ঢাকার ওয়াটারনেসের নৃত্যালেখ্য

দীপ্ত

দেশের প্রথম ডান্স থিয়েটার ‘ওয়াটারনেস’ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে এক অসাধারণ নৃত্যালেখ্য পরিবেশন করল কলকাতায়। ঢাকার তুরিঙ্গম রিপার্টরি ডান্স থিয়েটারের উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) সত্যজিত মিলনায়তনে এই নৃত্যালেখ্য অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তের নেতৃত্বে বাংলাদেশ থেকে আসা মোট আটজন নৃত্যশিল্পী অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে অবলম্বন করে এই প্রযোজনাটির মূল অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরা হয় কাদম্বরি দেবীকে। কবির জীবনে কাদম্বরির ছায়া নিয়েই মূলত ওয়াটারনেসের এই প্রয়াস বলে জানান পূজা সেনগুপ্ত। কবির একাকিত্বের মুহূর্তগুলোতে কাদম্বরি দেবীর অনুপ্রেরণা এবং তাঁর প্রভাব নিয়েই মূলত নৃত্যালেখ্যটির বিষয় ফুটে ওঠে।