আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর «» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

সিলেটের মরমী সাধকরা এ অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন- ললিতকলা একাডেমীর অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) কুন্তলা কালরা বলেছেন, সুস্থ চর্চার মাধ্যমে জাতি বিকশিত হয়, সুস্থ ধারার সাংস্কৃতিকে এগিয়ে নিতে উচ্চাঙ্গ সংগীতকে লালন করতে হবে। ভারত ও বাংলাদেশ সম্পর্ক নির্ভীড়ভাবে কাজ করছে। সিলেট ললিতকলা একাডেমী তাঁর উদাহরণ। তিনি শিশু-কিশোর সংগীতকে এগিয়ে নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান।

শনিবার (৯ মার্চ) বিকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল একাডেমীতে গভঃ রেজিস্টার প্রতিষ্ঠান সিলেট ললিতকলা একাডেমী আয়োজিত বার্ষিক সনদ বিতরণ, সংবর্ধনা প্রদান ও উচ্চাঙ্গ সংগীত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে সিলেটস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) কুন্তলা কালরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আধ্যাত্মিক নগরী সিলেট। এ অঞ্চলের অসংখ্য মরমী সাধক ও গায়করা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন। আবহমানকাল ধরে সেই চর্চাটা আমাদের সিলেটে চলে আসছে। সেই সাথে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। ছোট ছোট সোনামণিদের সংগীত চর্চায় এগিয়ে নিতে সিলেট ললিতকলা একাডেমী কাজ করে যাচ্ছে।

সিলেট ললিতকলা একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী।

আদ্রিতা তালুকদারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

এসময় সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, ললিতকলা একাডেমী বিদু ভূষণ ভট্টাচার্য সহ শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে অনুষ্ঠানের উদ্বোধক হাই কমিশনার শকুন্তলা কালরা ও অতিথিবৃন্দরা একাডেমীর শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন।