আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর «» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

মৌলভীবাজারের রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবাধিকার কর্মী শাহ্ মোহাম্মদ রাজুল আলীকে বিদায়ী সংবর্ধনা

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তরুণ সাংবাদিক, সমাজ সেবক, মানবাধিকার কর্মী, আইনজীবী শাহ্ মোহাম্মদ রাজুল আলীর প্রবাসগমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ইউসুফ আহমেদ এর সঞ্চালনায় সংবর্ধনাপূর্ব আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ বিভিন্ন সময়ে শাহ্ মোহাম্মদ রাজুল আলীর সহযোগিতার কথা স্মরণ করেন এবং তার সুস্থতা, সুন্দর ও সুখময় প্রবাস জীবন কামনা করেন।

পরে শাহ্ মোহাম্মদ রাজুল আলীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।