আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন «» মৌলভীবাজারে আসছেন হযরতুল আল্লামা মুফতি মোঃ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী «» বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীদিন মৃত্যু   «» শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন-  চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে সৌদি ফেরত স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন «» বগুড়ায় ঔষধ ব্যবসায়ীদের প্রতীকি ধর্মঘট পালন «» বগুড়া সান্তাহারে এক বৃদ্ধের লাশ উদ্ধার «» ক্ষমা করো মোরে «» একফোঁটা বৃষ্টির জন্যে

মৌলভীবাজারের শেরপুর থেকে সাড়ে ৮ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

সালেহ আহমদ (স’লিপক):

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর অভিযানে মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের পুত্র কারিন্দ্র সরকার (৪৫)।

বুধবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের এ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত টাকাসহ মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।