আজ-  ,


সময় শিরোনাম:
«» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» জুড়ীতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ী বাজারে নির্বাচনী জনসভা «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে কর্মচারীদের বেতনসহ যাবতীয় বকেয়া পাওনাদি আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» নকল হিজড়াদের আইনের আওতায় আনা হবে- সিলেটে মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান «» Press release «» «» মৌলভীবাজারে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন «» মৌলভীবাজারে আসছেন হযরতুল আল্লামা মুফতি মোঃ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী «» বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীদিন মৃত্যু   «» শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন-  চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত

জাতীয় ভোক্তা অধিকারের অভিযান।

মোঃ শিমুল  হাসান,  নওগাঁ, প্রতিনিধিঃ আজ (২৫ অক্টোবর ২০২০) রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের  মহাপরিচালক (অতিঃ সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে  জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায়  নওগাঁ জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: শামীম হোসেনের নেতৃ‌ত্বে নওগাঁ জেলার সদর উপজেলার বাইপাস, ভবানীপুর ও পার নওগাঁ  এলাকায়  তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়ে‌ছে । উক্ত বাজার অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্য করায় ০৪ টি প্রতিষ্ঠানকে  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ৩৪,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ লক্ষাধিক টাকার নারিকেল তেল, নীল, পঁচা তেতুল ধ্বংস করা হয় । এছাড়াও কোল্ড স্টোরেজ এ আলুর দাম যাচাই করা হয় । এসময় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় । সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও জেলা বাজার কর্মকর্তাসহ নওগাঁ পুলিশ লাইনের চৌকষ  টিম ।