আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর «» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

মানুষের বিচারহীনতা দূর করার ক্ষেত্রে গ্রাম আদালত একটি যুগান্তকারী পদক্ষেপ

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার
চাঁদপুর, নভেম্বর ৭, ২০১৮: গ্রাম আদালতের বিচারিক-সেবা কিভাবে সাধারণ জনগোষ্ঠীর
কাছে পৌছানো যায় যাতে স্বচ্ছতার সাথে মানুষ স্থানীয় পর্যায়ে বিচারিক-সেবা
পেতে পারেন সে সম্পর্কে আলোচনার জন্য মতলব-উত্তর উপজেলা প্রশাসন ‘গ্রাম আদালত
সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’
শীর্ষক দিনব্যাপি কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি মতলব-উত্তর উপজেলার রিসোর্স
সেন্টারে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন সংস্থা
(ইউএনডিপি) -এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত
সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি আজ কচুয়া উপজেলা
রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। মতলব-উত্তর উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি-
বেসরকারি কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মতলব-উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব-উত্তর থানার সেকে- অফিসার এস.আই
মোঃ ইসমাইল হোসেন। কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে
গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নিকোলাস
বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ আমিনুর রহমান এবং
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সগির আহম্মেদ সরকার ও আল কামাল হাসান।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, মানুষের
বিচারহীনতা দূর করার ক্ষেত্রে গ্রাম আদালত একটি যুগান্তকারী পদক্ষেপ। তাই, গ্রাম
আদালতের বিচারিক-সেবা সবার কাছে পৌঁছাতে হবে। গ্রাম আদালতের সেবা সম্পর্কে
সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে কার্যকর
ভূমিকা নিতে পারেন। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে ছোট-
খাট বিরোধ স্বচ্ছতার সাথে নিষ্পত্তি করা হচ্ছে। তিনি এই বিচারিক সেবার বার্তা
উপজেলার সকল মানুষের কাছে বিশেষ করে দরিদ্র, সুবিধা-বঞ্চিত গ্রামীণ জনগণের কাছে
পৌছে দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। আমরা গ্রাম আদালতের সাফল্য তুলে ধরে এর
প্রতি মানুষের আস্থা বাড়াতে পারি। সাধারণ মানুষের হয়রানী রোধে বর্তমান সরকার
বিচারিক সেবা একেবারে গ্রামে নিয়ে এসেছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর
নিকোলাস বিশ্বাস বলেন, প্রান্তিক এলাকার জনগণ বিশেষ করে দরিদ্র নারী ও অসহায়
জনগোষ্ঠী যাতে গ্রাম আদালতের মাধ্যমে কম সময়ে ও কম খরচে তাদের বিরোধ নিষ্পত্তি
করতে পারেন এ জন্য আমাদের সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। উল্লেখ্য যে, গ্রাম
আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প চাঁদপুর জেলার ৫টি উপজেলায় মোট ৪৪টিইউনিয়নে কাজ করে। তবে গ্রাম আদালত আইন ২০০৬ (সংশোধন ২০১৩) অনুযায়ী
বাংলাদেশের সকল ইউনিয়নেই গ্রাম আদালত থাকার কথা।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ জয়নাল আবেদিন, উপজেলা সমাজসেবা
অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেন,
সহকারী শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হোসেন ও মোঃ মাহফুজ মিয়া, একটি বাড়ি
একটি খামারের উপজেলা কোর্ডিনেটর মোঃ জাহাঙ্গির আলম, উপজেলা আনসার ও
ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুস ছাত্তার সহ বেসরকারি সংস্থা ব্্রাক, আশা,
সিএনআরএস, দিশা, উদ্দীপন, ব্যুরো বাংলাদেশ, পিএইচডি, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার,
এসএসএস, আপ, প্রিজম বাংলাদেশ -এর উপজেলা কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।