আজ-  ,


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নতুন মেইলিং প্ল্যাটফর্মে যোগদান প্রসঙ্গে «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» সেলাই মেশিন বিতরণ পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী «» ফাঁদ পেতে ভিডিও ও ছবি ভাইরাল করার হুমকি : নগদ টাকা আদায় «» রাত পোহালেই দ্বিতীয় ধাপে রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে  «» কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» গুর্খা পুলিশ বাহিনীর নির্মম গুলিতে হাজার হাজার চা-শ্রমিক হতাহতের ঐতিহাসিক দিন «» কমলগঞ্জে প্রতিপক্ষের হামলার শিকার আব্দুল মুমিন মিয়ার অবস্থার অবনতি «» শোক সংবাদ॥ ইফতেখার হোসেন আহমেদ (মাসুক) ॥ «» লন্ডনে প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে কৃষিমন্ত্রীর সাথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, ষড়যন্ত্রমূলক অপবাদ ও অপপ্রচাররের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও প্রশাসনের নিকট লিখিত প্রতিবাদ প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আত্রাই উপজেলা পরিষদ ও ৫নং বিশা ইউনিয়নের জনগনের আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের
সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, বিশা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, হাটকালু পাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার প্রমূখ।অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানসহ বক্তারা হুুশিয়ারী উচ্চরণ করে বলেন , গত ২৪ অক্টোবর একটি কুচক্রমহল
উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের উন্নয়ন, আইন শৃঙ্খলা ভাল দেখে ঘোলা পানিতে মাছ শিকারে ষড়যন্ত্রে লিপ্ত । তাই বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার বিরুদ্ধে মৎসজীবী ও ভিক্ষুক পরিবারের চাল আত্মসাতের অপপ্রচার করায় আমি তাঁর তীব্র প্রতিবাদ ও ধীক্কার ও নিন্দা জানাচ্ছি, সাথে সাথে আইন প্রসাশনকে এ ঘটনারসুষ্ঠ তদন্ত করে প্রকৃত ঘটনার সহিত জড়িত দোষী ব্যক্তিদের আইনের আয়তায় আনার অনুরোধ জানাচ্ছি।