আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর «» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» জুড়ীতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ী বাজারে নির্বাচনী জনসভা «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে কর্মচারীদের বেতনসহ যাবতীয় বকেয়া পাওনাদি আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» নকল হিজড়াদের আইনের আওতায় আনা হবে- সিলেটে মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান «» Press release «»

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ার দৌলতপুরে রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের সদস্য মানিক হোসেন ওরফে মানিক মেম্বরের (৩৫) বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা দায়ের হয়েছে। রোববার দুপুরে দৌলতপুর থানায় এ মামলা দায়ের হয়।
 মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের স্বামী পরিত্যক্তা তানজিলা খাতুন (২৮) শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মানিক মেম্বরের নেতৃত্বে ৪ জন লোক তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক অপহরন করে। অপহরকারীরা তানজিলা খাতুনকে পার্শ্ববর্তী একটি মরিচ ক্ষেতে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। গণধর্ষণ শেষে মানিক মেম্বরের নেতৃত্বে ধর্ষকরা ঘটনাস্থলে ধর্ষিতা তানজিলা খাতুনকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ধর্ষিতা তানজিলা খাতুন দৌলতপুর থানায় গিয়ে ঘটনার বিবরণ জানায় এবং মানিক মেম্বরসহ অজ্ঞাত আরও ৩ জনের নামে ধর্ষণের অভিযোগ দেয়। এ ঘটনায় মানিক মেম্বরকে প্রধান আসামী করে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। যার নং ৩৭। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার এসআই আব্দুর রহিম জানান, মানিক মেম্বরকে প্রধান আসামী করে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি। মানিক মেম্বর রিফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের আব্দুল বারীর ছেলে