আজ-  ,


সময় শিরোনাম:
«» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য «» মৌলভীবাজারে আইসিবি ইসলামি ব্যাংক গ্রাহকের ‘টাকা দিতে পারছে না’ 

মুকুল গাঙ্গুলী এর ৩টি কবিতা

মুকুল গাঙ্গুলী এর ৩টি কবিতা

খুশির ঈদ

এসো মোরা সকলে মিলে ঈদের গান গাই
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে হই ভাই-ভাই।
ভাই-ভাই মিলে করি শপথ আজ থেকে সবাই
দুনিয়াতে ভাই এর মতো আর যে কিছু নাই।
যতই আসুক বিঘ্ন-বাঁধা থাকবো সকলে মিলে
নিজের স্বার্থে কেউ কখনো যাবো না কাউকে ভুলে।
তাই এসো! সকলে খুশিতে মাখি গায়ে ঈদের আতর
ভালোবাসায় দিই রাঙিয়ে আজ পবিত্র ঈদ মোবারক।
আজ এই শুভ দিনে এসো সবাই করি আনন্দ
আকাশে বাতাসে পড়ুক ছড়িয়ে ভালোবাসার গঁন্ধ।

+++++++++++++++++++++++++++++++

বসন্ত এসে গেছে

শুনছি সবাই বলছে নাকি বসন্ত এসে গেছে
কিন্তু আমি বলছি বসন্ত! সে তো ফেঁসে গেছে।
এখনো এই ভরা মৌসুমে সকল বৃক্ষ-পত্র-শাখে আসেনি নব মুকুল
এখনো সকল মাঠে-গাছে-অরণ্যে ফুঁটে ওঠেনি সকল ফুল।
এখনো সর্বত্র নদ-নদী-সমুদ্রে প্রতিচ্ছবি হয়নি নব-নব বৃক্ষশাখের কুল
এখনো সমগ্র মানবকুলের ভাঙেনি মনের ভুল।
এখনো সেই মিষ্টি-মধুর সুভাষী কণ্ঠস্বরের অধিকারী
কোকিল ভাইয়ের ভাঙেনি ঘুম
এখনো প্রকৃতির সমস্ত মানব-মানবী বিষাদে নিঝুম।
এখনো ভরাগাঙে মরাল-মরালীর দিব্য প্রেম পড়েনি চোখে।
এখনো রাস্তার পাশের সকল শিশু অভুক্ত
অনাহারে-অনাদরে চেয়ে থাকে চাতকের চোখে।
তবুও রাজনীতিতে ভরা বসন্ত চলছে অবাধে
আজ লাল কাল নীল পরশু গেরুয়া পরের দিন হলুদ
আরও পরে সবুজ তারপরে খয়েরী- শালা! বিবেকে কারো কী বাঁধে?
কিছু গরীব একশো দিনের পায়না কো কাজ অনাহারে আজও মরে
রাজনৈতিক দাদা-দিদিদের দিন-দিন পকেট ভর্তি
বসন্ত উৎসব তো তারাই করে।
ঘুচিয়ে দেখাও এই বিভেদ-ভেদাভেদ করে দেখাও সমতা
তবেই জানবো এসেছে বসন্ত যদি সবাই পায় অন্তত একটু মান্যতা।

+++++++++++++++++++++++++++

বসন্ত

একটা বছর পেরিয়ে আবারো এল শুভ নববর্ষ
এই নববর্ষে সকলের পেশাদারিক শারীরিক মানসিক হোক উৎকর্ষ।
পুরানো থাক স্মৃতির পাতায় ঘটুক নতুনের শ্রীবৃদ্ধি
দিনে-দিনে কমুক উচ্ছৃঙ্খলতা বিলীন হোক মানুষের দুর্বুদ্ধি।
নাশ হোক অসত্যের সত্যের হোক জয়
পাপী দোষী শাস্তি পাক; নির্দোষ না পাক ভয়।
দেশ-দশ-সমাজের হোক উন্নতি
প্রতিটি স্বাধীন নাগরিকদের বাড়ুক সুমতি।
পথে ঘাটে হাঁটতে ফিরতে আর কোন নারী শিশু যেন না পায় ভয়।
রাস্তার পাশে থাকা শিশুদের যেন দু’বেলা পেটের ভাত জোগাড় হয়।
ধর্ষণ বা খুন নামক শব্দটি আর যেন না উঠে আসে খবরের শিরোনামে
অকালেই যেন কেউ না যায় অকালমৃত্যু নামক জাহান্নামে।
নতুন বছরে সবাই পাক শান্তি-ভালোবাসা একটু বাঁচার আশ্বাস
রাজনৈতিক প্রেক্ষাপটে পড়ে কারো না হোক সর্বনাশ।